সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা’তা’লে’র ম’তো অ্যাকটিং, নেচে দুঃখের গান গেয়ে হিমেশের কাছে ন’য়া উপাধি পে’লে’ন বাংলার দীপায়ন

বর্তমানে হিন্দি সারেগামাপার অনুষ্ঠান চোখে পড়ছে জি টিভিতে। বাংলা সারেগামাপা থেকে এক ঝাঁক প্রতিযোগী হিন্দি সারেগামাপাতে গিয়েছে নিজেদের প্রতি ভাকে আরও বাড়িয়ে তোলার জন্য। অনন্যা চক্রবর্তী, কিঞ্জল, স্নিগ্ধজিৎ ভৌমিক, নীলাঞ্জনা রায় – এদের গানে মুগ্ধ হচ্ছেন বিচারকরা। এবারে হিন্দি সারেগামাপার মঞ্চ মাতালের বাংলার অন্যতম প্রতিযোগী দীপায়ন ব্যানার্জি।

সম্প্রতি দেখা গেছে সারেগামাপার মঞ্চে দীপায়ন গাইছেন ‘থোড়ি সি যো পিলি হে’ গানটি। আর শুধু গান নয়, সেইসঙ্গে মাতালের নিখুঁত অভিনয় করেছেন দীপায়ন, যা তার পারফরম্যান্সের প্রতি বিচারকদের উদ্বেগ আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে। তার এই গান শুনে বিচারকদের হাততালি তো থামছেই না। এমনকি তার এই অনবদ্য পারফরম্যান্সে হিমেশ রেশমিয়া তাকে ‘ডেডলি দেবদাস’ উপাধি দিয়েছেন।

সেই সাথে বাপ্পি লাহিড়ি উঠে দাঁড়িয়ে করতালি দিয়েছেন, শঙ্কর মহাদেবনও দীপায়নের গানের প্রশংসা করেছেন। গানের সাথে সাথে দীপায়ন তার বাস্তব জীবনের প্রেমের গল্পও শুনিয়েছেন সকলকে। এমনকি প্রাক্তন প্রেমিকার নাম হাতে যে খোদাই করেছিলেন তাও দেখিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় তার সেই প্রেম টেকেনি।

সেই কথায় আবেগ বাড়িয়েছেন হিমেশ রেশমিয়া। দীপায়নকে আশ্বাস দিয়েছেন যে তিনি নিজে দীপায়নের জন্য প্রেমিকা খুঁজে দেবেন। তবে এসব ব্যাপারে দীপায়ন কোনো আগ্রহ প্রকাশ করেননি। কারণ গান ছাড়া অন্য কোনোদিকে মন দিতে চান না তিনি। তার এখন লক্ষ্য শুধু গান গাওয়া।