সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভগবান বিষ্ণুর নি’দ্রা’ভ’ঙ্গ হ’বে এই বিশেষ দি’নে! দেবোত্থান একাদশীর মা’হা’ত্ম জেনে নিন

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশী তিথি প্রবোধিনী একাদশী অথবা দেবঠান একাদশী নামে পরিচিত থাকে। পুরান অনুযায়ী, দেব সজনী একাদশীতে শ্রী বিষ্ণু নিদ্রা যান এবং তার চারমাস পর এই একাদশীতে নিদ্রা থেকে উত্থিত হন। এই মাঝে সময়কালটাকে বলা হয় চতুর মাস। এই সময় কোন শুভ কাজ করা নিষিদ্ধ থাকে।

দেবত্থান একাদশীতে ভগবান বিষ্ণু নিদ্রা থেকে জাগ্রত হওয়ার পর পুনরায় মাঙ্গলিক কাজ করা যায়। চলতি বছর দেবত্থান একাদশী পড়েছে চার নভেম্বর শুক্রবার। চলুন জেনে নেওয়া যাক এই তিথি শুভ মুহূর্ত এবং বিধি সম্পর্কে বিস্তারিত।

একাদশী তিথি শুরু হবে : ৩ নভেম্বর সন্ধ্যায় ৭:৩০ মিনিট।
তিথি শেষ হবে: চার নভেম্বর সন্ধ্যে ছটা আট মিনিট।

আরো পড়ুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুটি নতুন বি’ষ’য় যু’ক্ত হ’চ্ছে, কি কি পড়ানো হ’বে?

পূজোর বিধি: এই দিন ব্রহ্মমুহূর্তে স্নান করে দ্রুত পালনের সংকল্প নেওয়া উচিত। বিষ্ণুর ছবি অথবা মূর্তির অভিষেক করাতে হবে। শ্রী বিষ্ণুর মূর্তি সামনে তাকে জাগ্রত করার আহ্বান জানাতে হবে। সন্ধ্যায় পুজোর স্থানে ১১ টি ঘি এর প্রদীপ জ্বালাতে হবে।। যদি সম্ভব হয় আখ দিয়ে মন্ডপ তৈরি করে তার মাঝে শ্রীবিষ্ণুর মূর্তি রাখতে হবে।

নিবেদন করতে হবে ফল ফুল মিষ্টি তুলসী পাতা। এই একাদশীতে তুলসী বিবাহের রীতি আছে। এই দিন তুলসী গাছের সঙ্গে ভগবান বিষ্ণু বা তার অবতার শ্রীকৃষ্ণ বিবাহের বন্ধনে আবদ্ধ হন। হিন্দুরা বিশ্বাস করেন তুলসী হলেন বিষ্ণুর প্রতিনিধি তাই এই দিন তুলসীর সঙ্গে বিষ্ণুর আনুষ্ঠানিক বিবাহ অনুষ্ঠিত হয়।