সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২০২৩-এ সরস্বতী পুজোর তি’থি ও অঞ্জলীর স’ম’য় জেনে নিন

মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে পুঁজিত হন বিদ্যার দেবীর সরস্বতী। সরস্বতী শুধুমাত্র বিদ্যালয় তিনি সুর লোকের দেবী। আগামী বছর অর্থাৎ নতুন বছরের ২৬ শে জানুয়ারি সরস্বতী পুজো। অন্যান্য বছরে তুলনায় এবার কিছুটা এগিয়ে গিয়েছে সরস্বতী পুজোর দিনক্ষণ। ঘরে ঘরেই সরস্বতী পুজো করা হয়। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান পাড়ার মোড়ে মোড়ে সরস্বতী পুজোর চল রয়েছে।

পুজোর থাকে নানান আচার বিচার এবং উপাচার। নির্দিষ্ট নিয়ম মেনে পুজো করা হয়। এবারের সরস্বতী পুজো অর্থাৎ বসন্ত পঞ্চমীর সমস্ত নিয়মাবলী জানেন কি! ২০২৩ সালে সরস্বতী পুজো ২৬ শে জানুয়ারি বৃহস্পতিবার। বাংলার ১১ ই মাঘ ১৪২৯। ২৫ শে জানুয়ারি বুধবার সন্ধ্যে ছটা কুড়ি মিনিট থেকে তারপর দিন ২৬ শে জানুয়ারি বিকেল ৪ টে ৩৮ মিনিট ৫৩ সেকেন্ড পর্যন্ত থাকবে সরস্বতী পুজোর সময় কাল।

অর্থাৎ পঞ্চমী তিথি থাকবে বৃহস্পতিবার সন্ধ্যে পর্যন্ত। সরস্বতী পুজোর অঞ্জলীর মন্ত্র সকলেই জানেন আবারো বলি ওম জয় জয় দেবী চরাচর সারে কুচোযুগ শোভিত মুক্তাহারে। বীণা রঞ্জিত পুস্তকও হস্তে ভগবতি ভারতী দেবী নমস্তুতে। এই পূজোর প্রণাম মন্ত্র হলো, নমঃ সরস্বতী মহাভাগে বিদ্বে কমল লোচনে। বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে।

আরো খবর: নতুন বছরেই না’ই’টক্লাব ও বা’রে বাড়তে চলেছে ম’দে’র দা’ম! কত টা’কা বাড়বে?

বেশিরভাগ সকালেই সরস্বতী পুজো করা হয়ে থাকে। অন্যান্য পুজোয় যেসব উপকরণ ঠিক তেমনি সরস্বতী পুজোয় খাগের কলম আমের মুকুল অভ্র আবির দোয়াত বই খাতা বিনা ফুল মালা ইত্যাদি প্রয়োজন হয়। বিশেষ করে হলুদ গাঁদা ও কল্কে ফুল সরস্বতী দেবীর প্রিয়। কেউ কেউ আবার বলেন সরস্বতী পুজো হওয়ার আগে কুল খেতে নেই।

কিন্তু এই নিয়ম নিয়ে নানান রকম তর্ক বিতর্ক আছে। যদিও সরস্বতী পূজো নিয়ে নানান আবেগ অনুভূতি জড়িয়ে রয়েছে বাংলার কিশোর কিশোরীদের মনে। এই দিনকে আবার বাঙালির valentines day হিসেবেও পালন করা হয়। বছর শুরুতেই শুরু হয়ে যাক সরস্বতী পূজার প্রস্তুতি।