সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন দা’য়ি’ত্ব পেলেন জয়প্রকাশ মজুমদার, ব’ড়ো সি’দ্ধা’ন্ত মমতার

জয়প্রকাশ মজুমদার একদা গেরুয়া শিবিরের মুখ ছিলেন। বিজেপির টিকিটে প্রার্থীও হয়েছিলেন। অধুনা তিনি জোড়াফুল শিবিরে। এমনকী তৃণমূল কংগ্রেসের সহ–সভাপতি। এবার তাঁকে বাড়তি দায়িত্ব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

অমিত শাহের রাজনৈতিক আক্রমণ নিয়ে প্রশ্ন করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জয়প্রকাশ মজুমদারকে দেখিয়ে দিলেন। বৃহস্পতিবার শিলিগুড়ির সভা থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিলেন অমিত শাহ।

এই নিয়ে নতুন তৃণমূল ভবনের প্রথম সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়েছিল তৃণমূল নেত্রীকে। আর তার জবাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এইসব প্রশ্নের জবাব আমি দেব না।

আরো পড়ুন: তৃণমূল-৩ এর বর্ষপূর্তিতে ক্ষ’মা চাইলেন মুখ্যমন্ত্রী

তার জন্য জয়প্রকাশ মজুমদার রয়েছেন। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, জয়প্রকাশ মজুমদার ছিলেন বিজেপির মুখপাত্র। তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

এখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সহ–সভাপতি এবং মুখপাত্র। সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া—জয়প্রকাশ বিজেপিকে তুলোধনা করছেন।

বিজেপির ভিতরে কী দশা তা হাটখোলা বাজারে নামিয়ে আনছেন। এটা তৃণমূলনেত্রীর পছন্দ হয়েছে। তাই বুঝিয়ে দিয়েছেন, শাহের জন্য জয়প্রকাশই যথেষ্ট।