সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জাওয়াদ এখন গ’ভী’র নিম্নচাপে পরিণত হয়েছে, ভা’রী থেকে অতিভা’রী বৃষ্টি কলকাতা সমেত একাধিক জেলায়!

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়, ইতিমধ্যেই বাংলা উড়িষ্যার আকাশে জমেছে নিম্নচাপের মেঘ। তাই গত শনিবার থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গে চলছে দফায় দফায় বৃষ্টি। যার জেরে সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে ২৩ ডিগ্রী সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৫ ডিগ্রী কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রী সেলসিয়াস।

এমনকি আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগাম সর্তকতাও দেয়া হয়েছে। রবিবার ২ চব্বিশ পরগনা , পূর্ব পশ্চিম মেদিনীপুরসহ ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও বাঁকুড়া, বীরভূম মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া হুগলিতেও রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা। এমনকি বৃষ্টিপাতের সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানানো হয়েছে।

ইতিমধ্যেই আজ রবিবার দুপুরে নিম্নচাপটি আছড়ে পড়েছে পুরীতে, তারপর ধীরে ধীরে এটা উড়িষ্যা উপকূল ধরে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগোতে থাকবে। তাই এই নিম্নচাপের জেরে আগামী তিনদিন রাজ্যে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বৃষ্টিপাত আগামী মঙ্গলবার পর্যন্ত চলতে পারে বলে জানানো হয়েছে। তবে এই গত শনিবার থেকে বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা অনেকটাই কম, যার জন্য শীতে বেশ ভালোই কাবু রাজ্যবাসী।