সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাইক চা’লা’তে গিয়ে কুকুরের তা’ড়া খে’য়ে কি গ’তি বাড়ছে? রইলো অব্য’র্থ টো’ট’কা

ভারতের সমস্ত জনসাধারণ এখন বেশিরভাগ দু’চাকার ওপর ভরসা করে চলেন। প্রত্যেকদিন ব্যক্তিগত কাজের জন্য অথবা অন্যান্য কাজের জন্য মোটরসাইকেল ব্যবহার করেন প্রচুর সংখ্যক মানুষ।

সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষায় জানানো হয়েছিল, দেশের প্রায় 50% পরিবারের কাছে রয়েছে অন্তত একটি করে মোটরসাইকেল। প্রত্যেকদিন বিক্রি হচ্ছে কুড়ি লাখ মোটরসাইকেল আমাদের দেশে।

বোঝাই যাচ্ছে ভারতের রাস্তায় কত বিপুল আকারে মানুষ এই দুই চাকার যান ব্যবহার করেন। তবে আজকের প্রতিবেদন একটু অন্যরকম। অনেক সময় দেখতে পাবেন বাইক আরোহী দের মাঝে মাঝে রাস্তায় কুকুর তাড়া করে বিশেষ করে ভোরবেলা অথবা নির্জন রাস্তায়।

আরো পড়ুন: শারাপোভা-সেরেনার সঙ্গে খেলেছেন, মাঠ ছেড়ে ‘নী’ল’ছ’বি’র’ জ’গ’তে নাম করেছেন এই টেনিস তারকা

রাত বাড়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেলের গতি বেড়ে যায় ফলে কুকুর তাড়া করে মাঝে মাঝেই। কুকুর তাড়া করলেই অনেকের মোটরসাইকেলের গতি বাড়িয়ে দেন। মোটরসাইকেলের গতি বাড়িয়ে দিলে বেড়ে যায় কুকুরের ধাওয়া করার গতি।

এর ফলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আরো বেশি বেড়ে যায়। বিপদজনক হয়ে ওঠে এইভাবে রাতের বেলা মোটরসাইকেল চালানো। এই পরিস্থিতিতে কি করবেন চলুন জেনে নিই।

খুব সহজেই কুকুরকে শান্ত করার একটি উপায় আছে সেটি হলো মনস্তাত্ত্বিক কৌশল। খেয়াল করে দেখবেন আপনি যত জোরে মোটরসাইকেল চালাবেন কুকুর ততো বেশি জোরে দৌড়ায়। কিন্তু আপনি যদি বিপরীত উপায় অবলম্বন করেন তাহলে কুকুর শান্ত হয়ে যেতে পারে।

কুকুর যখন তাড়া করবে তখনই আপনি গতি কমিয়ে দেবেন আপনার মোটরসাইকেলের। গতি কমে গেলে আপনার ওপরে আকর্ষণ হারিয়ে দেবে কুকুর। কুকুরটি শান্ত হয়ে যাবে এবং আপনাকে তাড়া করবে না আর।

মোটরসাইকেল এর গতি কমিয়ে যদি সমাধান না হয় তাহলে বাইক থামিয়ে দাঁড়িয়ে পড়ুন। এরপরেও যদি কুকুর উত্তেজিত হয়ে থাকে তাহলে কিছুক্ষণ দাঁড়িয়ে যান সেখানে। এরপর ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে আসুন।

আপনার সামনে কুকুরের ঘেউঘেউ করলে একদম আতঙ্কিত হবেন না। মোটরসাইকেল নিয়ে ধীরে ধীরে রওনা হয়ে যান। শুরুতে বেশি গতিতে চালানো শুরু করবেন না।

মাথায় রাখবেন আপনি যত দ্রুত গাড়ি চালাবেন কুকুর ততবেশি আপনার ওপর রেগে যাবে। তাই কুকুরের হাত থেকে বাঁচার জন্য আপনাকে গাড়ি আস্তে চালাতেই হবে।