সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পরিবারের মৃ’ত ব্য’ক্তি’র কি প্যানকার্ড-আধার কার্ড-ভোটার কার্ড সক্রিয় রা’খা কি সঠিক? জানুন বিস্তারিত

পরিবারের মৃত সদস্যদের Aadhaar, PAN কার্ড সক্রিয় রাখা কি অপরাধ হয় ?।অনেকেই জানেন না মৃত ব্যক্তির PAN কার্ড, Aadhaar কার্ড, Voter ID কার্ড নিয়ে কী করা উচিৎ বা এই জরুরি পরিচয়পত্রগুলির বৈধতা কতদিন থাকে।এই জরুরি পরিচয়পত্র সরকারকে ফিরিয়ে দিতে হলেই বা কী করা উচিৎ তা-ও অনেকেই জানেন না।

কোনও ব্যক্তির মৃত্যু হলে তার Aadhaar, PAN, Voter ID কার্ডের কী করা উচিৎ তা নিয়ে জানুন।Aadhaar কার্ড কোনও ব্যক্তির পরিচয়ের এবং ঠিকানার প্রমাণপত্র হিসাবে কাজ করে। এটি একটি সচিত্র পরিচয়পত্র। রান্নার গ্যাসের ভর্তুকি থেকে যে কোনও সরকারি সাহায্য পেতে Aadhaar নম্বর জানানো বাধ্যতামূলক।

Aadhaar নম্বরটি আসলে একটি ইউনিক নম্বর। তাই মৃত্যুর পরেও এই সংখ্যাটি অন্য কাউকে দেওয়া হয় না। বর্তমানে ডেথ সার্টিফিকেটের জন্যও Aadhaar বাধ্যতামূলক না। মৃত ব্যক্তির Aadhaar কার্ড বাতিল করার কোনও প্রক্রিয়া আপাতত নেই।

আয়কর রিটার্ন জমা দেওয়া, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ডিম্যাট অ্যাকাউন্ট চালু করা ইত্যাদি নানা জরুরি ক্ষেত্রে PAN কার্ড থাকা বাধ্যতামূলক। আয়কর রিটার্ন জমা না করা পর্যন্ত পরিবারের মৃত সদস্যের পরিজন বা উত্তরাধিকারীরা PAN কার্ড নিজের কাছে রাখতে পারেন। এর পর এই কার্ডটি Surrender করতে পারেন। কিন্তু পরিবারের মৃত সদস্যের PAN কার্ড Surrender করা বাধ্যতামূলক নয়।