সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই লক্ষণেই বুঝবেন দা’ম্প’ত্য জীবনে ভালোবাসা আর অবশিষ্ট নেই, বি’চ্ছে’দ একপ্রকার নিশ্চিত!

সুখ যেমন আছে তেমনি দুঃখও থাকবে।সমস্ত সম্পর্কের মতো দাম্পত্য জীবনে কিন্তু মাথা খারাপ করে কোন লাভ হবে না। খারাপ ভালো সমস্ত কিছু নিয়েই কিন্তু দিন কাটাতে হবে তবে একটা সংসার সুখের হবে, এই বাক্যটা যদি মেনে চলা যায় তবে গোটা জীবন একসঙ্গে কিন্তু কাটিয়ে ফেলা সম্ভব।

তবে সুখ দুঃখের সময় কাটানোর জন্য কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা টাও খুব দরকার। যদি সম্পর্কে ভালোবাসার ঘাটতি থাকে তাহলে কিন্তু সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে। এমনকি এর ফলে বিচ্ছেদ হয়ে যেতে পারে। সেই কারণেই স্বামী স্ত্রীর নিজেদের মধ্যে ভালোবাসার বন্ধন অটুট রাখতে শিখুন। একে অপরকে সময় দেওয়ার নিজেদের প্রতি যত্ন নেয়ার এবং ভালোবাসায় গোটা জীবন ভরিয়ে দেওয়ার।

তবে আপনি না চাইতেও সম্পর্কে কিন্তু ভালোবাসা কমতে পারে এই কারণে একে অপরের থেকে দূরে চলে যায় বিভিন্ন দম্পতিরা। বিভিন্ন অজ্ঞানতার কারণে এই দিকগুলো লক্ষ্য রাখে না তারা, এই লক্ষণগুলো থেকে সকলকে সাবধান করে দেয়ার জন্যই এই প্রতিবেদনটি।

আরো খবর: জীবন মৃ’ত্যু সব আল্লাহ-র হাতে, আপনারা খে’ল’তে আসুন, BCCI-কে আ’র্জি প্রাক্তণ পাক ক্রিকেটারের

১. পরস্পরের প্রতি আকর্ষণ আর নেই :- সাধারণত দাম্পত্য জীবন যত পুরনো হয় ততই আকর্ষণ কমে যায়, কিন্তু সেটা কখনো শূনে্্য পৌঁছে যায় না। মাঝে মাঝে আকর্ষণের প্রদীপ জ্বলে ওঠে তবে ভালোবাসায় যদি ভাটা আসে তাহলে কিন্তু সেই আকর্ষণ তৈরি করা আর সম্ভব হবে না। যদি পরস্পরের প্রতি আকর্ষণ আপনাদের না থাকে তবে সেই ব্যাপার থেকে সাবধান হয়ে যান এবং নতুন ভাবে ভালোবাসার সাগরে ডুব দেয়ার চেষ্টা করুন।

২. কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া:- একটা ভালো সম্পর্কে যদি থাকতে হয় স্বামী স্ত্রীর মধ্যে তাহলে অবশ্যই প্রত্যেকদিন একে অপরকে সময় দেওয়া অত্যন্ত প্রয়োজন। কথাবার্তা হওয়া প্রয়োজন তাই যতই ঝামেলা হোক না কেন কথা অবশ্যই বলতে হবে। যদি সারাদিনে একে অপরকে কোনরকম ফোন অথবা মেসেজ না করে থাকেন তবে তার থেকে কিন্তু সাবধান এর অর্থই হচ্ছে ভালোবাসা কমে যাওয়া।

৩. কথায় কথায় ঝগড়া করা:- সাধারণত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে এটা কোন বড় ব্যাপার নয়, তবে সব সময় ঝগড়া লেগে থাকায় এটা কিন্তু একটা বিশেষ সমস্যা। এই ধরনের ব্যাপার হলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে এই ধরনের ব্যবহার কিন্তু ভালবাসা কমার একটি লক্ষণ। তাই যতটা সম্ভব ঝগড়াঝাটি থেকে দূরে থাকার চেষ্টা করুন।

৪. ঘনিষ্ঠতা দূর হওয়া:- স্বামী স্ত্রীর জীবনে শারীরিক ঘনিষ্ঠতা একটা প্রথম শর্ত, এটার অভাব হলে নানা রকম সমস্যা তৈরি হতে পারে, এমনকি ডিভোর্স পর্যন্ত চলে যেতে পারে। তাই নিজেদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা কমালে একদমই চলবে না।