সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কি অবস্থা, হরিয়ানায় প্রার্থী জি’তে’ছে বলে টুইট করলো কংগ্রেস, শেষে হা’রে’র মু’খ দেখলো দল

কংগ্রেস প্রার্থী অজয় মাকেন হেরে গেলেন। কংগ্রেস নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই হরিয়ানায় জয় ঘোষণা করে দেয়। অতিরিক্ত আত্মবিশ্বাসের মাসুলও কংগ্রেস দেয়। হার স্বীকার করে নিতে শেষ পর্যন্ত বাধ্য হয়।

বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী কার্তিক শর্মা হরিয়ানায় কংগ্রেসের এই আসন থেকে অজয় মাকেনকে হারিয়ে দিলেন । নিউজ এক্স-এর কর্ণধার বিজেপি এবং শরিক দল জননায়ক জনতা পার্টির সমর্থনে রাজ্যসভার টিকিট নিশ্চিত করে ফেলেন এদিনই। এবার হরিয়ানার দুটি আসনে নির্বাচন হয়।

মনে করা হচ্ছিল, সেখানে একটি আসন বিজেপি অপরটিতে কংগ্রেস জিতবে বলে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় কংগ্রেসের ঝুলি ফাঁকা। কোনও আসনই পেলনা ভারতের প্রাচীনতম দলটি। কংগ্রেস হরিয়ানা থেকে প্রার্থী করে অভিজ্ঞ নেতা অজয় মাকেনকে।

আরো পড়ুন: কাজের ই’চ্ছে থাকলেও হা’তে কো’নো কাজ নেই! আ’ক্ষে’প করছেন রীতা দত্ত চক্রবর্তী

প্রাথমিক ভাবে মনে করা হয় অজয় মাকেন মোট ৩০টি ভোট পেয়েছেন। সেটা বাস্তবে হলে তিনি রাজ্যসভায় নির্বাচিত হতে পারতেন। তবে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন জানায় মাকেনকে দেওয়া একটি ভোট বাতিল করা হয়েছে।

অজয় মাকেন যার ফলেই নাটকীয় ভাবে হেরে যান । তার বদলে জিতে যান বিজেপি প্রার্থী কার্তিক শর্মা। এদিকে কংগ্রেস জয়ের ব্যপারে নিশ্চিত ছিল। অজয় মাকেনের জয়ের কথা ঘোষণা করে এর ফল ঘোষণার আগে একটি ট্যুইটও করে ফেলে। পরে দল-ই চূড়ান্ত ফল সামনে আসতেই সেই ট্যুইট মুছে ফেলতে বাধ্য হয়।