সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনার জন্ম সং’খ্যা ৭ হলে এ বছর মিলবে সব রকম সা’ফ’ল্যে’র স্বা’দ!

Horoscope -এ ভাগ্যগণনা মূলত জন্মতারিখ অনুযায়ী হিসেব করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কারও জন্মতারিখ যদি ১১ হয় তাহলে সেই ব্যক্তির জন্মগত সংখ্যা হবে ১+১= ২। অর্থাৎ সংখ্যাতত্ত্বের গণনা করা হয় নিজের জন্মতারিখের যোগফলের হিসেব দিয়ে। সেক্ষেত্রে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা অনুযায়ী ভাগ্য গণনা হবে।

অন্যদিকে যে সমস্ত ব্যক্তিদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে হয়, তাঁদের সংখ্যাতত্ত্বের গণনা হবে ৭। আজকের প্রতিবেদনে আপনাদের জানাতে চলেছি সেইসব জাতক জাতিকাদের আগামী ২০২৩ সাল কেমন কাটতে চলেছে। সংখ্যাতত্ত্বের নিয়ম বলছে, ৭ সংখ্যার জাতক-জাতিকারা তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর জ্ঞানের অধিকারী হয়ে থাকেন। গবেষক প্রকৃতির মনোভাব থাকে এদের মধ্যে।

হাতেনাতে কোনো কাজের চূড়ান্ত ফল না পাওয়া পর্যন্ত এরা অধিকাংশ বিষয় গোপন রাখতেই পছন্দ করেন। কোনো কিছুর উপরে নজর রেখে এরা চুপচাপ পর্যবেক্ষণ চালিয়ে যান। খুব ভালোভাবে যদি এই বিষয়টি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রী, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, এবং রিসার্চারদের মধ্যে অধিকাংশেরই জন্মসংখ্যা ৭।

আরো খবর: এ বছর সরস্বতী পুজোয় রয়েছে ৪ শু’ভ যো’গ! সব ই’চ্ছে পূরণ হ’বে

এই সংখ্যার জাতক-জাতিকারা খুবই ইন্ট্রোভার্ট প্রকৃতির হয়ে থাকেন। এদের বন্ধু এবং পরিচিতের পরিসরও হয় খুব সীমিত। সামাজিক অনুষ্ঠান হোক, বা বড়সড় কোনো জমায়েত – এইসব জায়গা এড়িয়ে চলতেই পছন্দ করেন এরা। জানা যাচ্ছে, ২০২৩ সাল এই সংখ্যার জাতক-জাতিকার জন্য খুব শুভ। এই বছরে তাদের জীবনে সাফল্য আসতে পারে।

বিশেষ করে বিজ্ঞান, অভিনয়, চিকিৎসা এবং গবেষণা ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত, তারা নিজের কাজে খুব সবল হবেন এমনটা আশা করা যায়। কারণ ২০২৩-এর সমস্ত সংখ্যার যোগফল ৭। এদের মধ্যে কেউ যদি বিদেশে ব্যবসা শুরু করার কথা ভাবেন, বা এক্সপোর্ট ব্যবসায় মনোযোগী হন তাহলে তাঁরাও সফল হবেন। এছাড়া এই বছরটা অ্যানালিস্টদের জন্যও খুব ভালো সময়।

আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও নাম ও খ্যাতি হবে এই বছর। ছোট মেডিকেল লেভেল কোম্পানিতে যারা কাজ করেন তাদের জন্যও এই বছর খুব ভালো। তবে একথা মাথায় রাখবেন অফিসের বস অথবা সহকর্মীদের সঙ্গে নিজের কোনো আবেগ এবং আর্থিক বিষয়ের তথ্য শেয়ার করা একেবারেই ঠিক হবে না।