Home অফবিট এই সাপটি চিনতে ভু’ল করলেই এক ছো’ব’লে ছবি! দেখে নিন

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই সাপটি চিনতে ভু’ল করলেই এক ছো’ব’লে ছবি! দেখে নিন

সম্প্রতি বীরভূমের বিভিন্ন জায়গা থেকে ভয়ঙ্কর বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার হচ্ছে। আর এই সাপ কামড়ালে এক সেকেন্ড সময় নষ্ট না করে হাসপাতালে নিয়ে যেতে হয়। পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যাবে, হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও এই সাপের কামড়ে বহু মানুষের মৃত্যু হয়। সুতরাং আপনি যদি এই সাপের কবল থেকে উদ্ধার পেতে চান তাহলে আপনাকে আগে থেকেই চিনে নিতে হবে।

জাতীয় বন্য জীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাস জানিয়েছেন, চন্দ্রবোড়া বেঁটে, মোটা, বিষধর সাপ। এদের মাথাটা তিনকোনা এবং গায়ের রং কাঠের মত। শরীরে তিন সারি গোল গোল চিহ্ন থাকে। এরা পেশার কুকারের সিটির মতো দীর্ঘক্ষণ ধরে আওয়াজ করতে পারে।

পাশাপাশি এই সাপ শীত ঘুমে যায় না, বরং শীতকালে এই সাপ বহুসংখ্যক লক্ষ্য করা যায় কারণ শীতকালই হলো তাদের প্রজনন কাল। মারাত্মক বিষধর এই চন্দ্রবোড়া সাপ ঝোপঝাঁড়, নদীর পাড়, ভাগার এই সকল জায়গায় থাকতে পছন্দ করে।

এই সাপের সঙ্গে অজগর সাপের বাচ্চার অনেকটা মিল রয়েছে। তাই অনেকেই এই সাপ চিনতে ভুল করেন। আর এই ভুলের কারণে মারাত্মক বিপদ ঘটতে পারে।

দীনবন্ধু বিশ্বাস এ প্রসঙ্গে আরও জানিয়েছেন, এই সাপ কামড়ালে এক সেকেন্ড সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে হাসপাতালে যেতে হবে। আর এক্ষেত্রে বাঁধন কোনোভাবেই দেওয়া যাবে না।