সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২০২৪-এ সরস্বতী পুজোর তারিখ জা’ন’লে দিল গার্ডেন গার্ডেন হ’য়ে যা’বে, জানুন আজই

শীতের শেষে বসন্তের আগমনে সরস্বতী পুজোর দিন গোনা শুরু হয়। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করা হয়। শেষ হয়েছে সরস্বতী পুজো এখনো তার রেশ কাটেনি। আবারো এক বছরের অপেক্ষা শুরু আগামী বছর এক বিশেষ দিনে সরস্বতী পূজা পড়েছে।

সরস্বতী পূজা মানেই ভালেন্টাইনস ডে। বাঙালি প্রেমের আবেগের সঙ্গে জড়িত রয়েছে এই সরস্বতী পুজো। ২০২৪ এ সরস্বতী পুজো পড়েছে এক বিশেষ দিনে আগেই বলেছি আর সেই দিনটা হল ১৪ ই ফেব্রুয়ারি। বাংলা এবং ইংরেজি valentines day একই দিনে।

পঞ্জিকা অনুযায়ী পঞ্চমী তিথি শুরু হচ্ছে ২০২৪ এর ১৩ ফেব্রুয়ারি দুপুর ২ টো ৪১ মিনিটে। পঞ্চমীতে থাকবে ১৪ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২ টা ৯ মিনিট পর্যন্ত। আগামী বছর সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইনস ডে দুই দিন এক হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন আগামী বছর উন্মাদনা অনেকটাই বেশি থাকবে।

আরো খবর: কোন অশ’রী’রী আ’ত্মা কি আপনার সঙ্গে যোগাযোগ করতে চা’ই’ছে? বুঝবেন যেভাবে!

তবে সরস্বতী পুজো আগামী বছর অনেক দেরিতে পড়ছে। এবারে ২৬ শে জানুয়ারি বছরের একেবারে প্রথম মাসেই সরস্বতী পুজোর তিথি পড়েছিল।। একেতে প্রজাতন্ত্র দিবস তার উপর সরস্বতী পুজো দুই মিলিয়ে নাস্তানাবুদ হতে হয়েছে পড়ুয়াদের।

তবে একই দিনে সরস্বতী পুজো ও valentines day পড়ায় অনেকের খরচ আবার বেঁচে যেতে চলেছে। কারণ ওই একই দিনে প্রেমিক-প্রেমিকারা বেরিয়ে পড়তে পারবেন।সকালবেলা উঠেই সরস্বতী পুজোর অঞ্জলি দিয়ে চোখে চোখ রাখতে পারবে পাঞ্জাবি শাড়ির সমারোহ। আবার একটু বেলা হতেই রাস্তাঘাটে যুবক যুবতীদের ভিড় পড়বে।