সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঠাকুর ঘ’রে এই চিহ্ন থাকলে মা লক্ষ্মীর কৃপা সবসময় ব’জা’য় থা’কে!

হিন্দু পরিবারে সবথেকে পবিত্র স্থান বলে মনে করা হয় ঠাকুর ঘরকে। ঠাকুর ঘরে বিশেষ কয়েকটি চিহ্ন আঁকলে তা সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। বাড়িতে যদি এই কয়েকটি চিহ্ন আঁকতে পারেন তবে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। যেরকম ঠাকুর ঘরে জাফরান বা চন্দন দিয়ে ওম চিহ্ন আঁকুন।

মনে করা হয় ঠাকুর ঘরে এই চিহ্ন আঁকলে এবং জপ করলে স্মৃতিশক্তি ও একাগ্রতা বৃদ্ধি পায়। মনে শান্তি আসে। বাড়ির ঠাকুর ঘর এবং শোবার ঘরে স্বস্তিক চিহ্ন আকুন এই উপায়ে বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর হয়ে যাবে। স্বস্তিক চিহ্ন যাতে নয় আঙ্গুল লম্বা এবং চওড়া হয় সেই দিকে নজর রাখতে হবে।

যে কোন অশুভ প্রভাব আটকাতে সাহায্য করে এই চিহ্ন। বাড়িতে শ্রী চিহ্নকে লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। বাড়ির ঠাকুর ঘরে সিদুর বা জাফরান দিয়ে এই চিহ্ন আঁকলে বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং লক্ষ্মী বাঁধা পড়ে থাকেন।

আরো খবর: মাত্র এক ঘন্টার ব্যবধানে বায়ুসেনার ৩ বিমান ভে’ঙে পড়লো দুই আ’লা’দা রাজ্যে

বাড়িতে মঙ্গল ঘটে চিহ্ন আঁকলে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। পরিবারের পরিবেশকে শুদ্ধ এবং ইতিবাচক রাখে পাশাপাশি নানান রকম বিপদ আপদ থেকে দূর করে। ঘর ও পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে। ঠাকুর ঘরে জাফরান চন্দন বা সিঁদুর দিয়ে পদ্মের চিহ্ন আঁকতে পারেন।

এতে লক্ষীনারায়ণের আশীর্বাদ পাওয়া যায় ধনধান্যে কোনদিন অভাব পড়ে না। বাড়ির ঠাকুর ঘরে গরুর খুর এবং লক্ষীর পা রাখুন। এটি বিশেষ মঙ্গলদায়ক। সমস্ত দেবী ও দেবতাদের আশীর্বাদ পাওয়া যায়।

এছাড়া ভালো চাকরি পেতেও সাহায্য করে এই গরুর খুর। ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন হয়। এই কয়েকটি চিহ্ন আনতে পারে আপনার জীবনে সুখের জোয়ার।