সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের দা’য়ি’ত্ব পা’ল’নে অবিচল, মাত্র ২২ দিনের সন্তানকে কো’লে নিয়ে অফিসে এলেন IAS মা, রইলো ভিডিও

এক হাতে মায়ের দায়িত্ব অপর হাতে দেশের দায়িত্ব সাবলীলভাবে পালন করে চলেছেন যিনি, সোশ্যাল মিডিয়া তাকে স্যালুট জানিয়েছে। প্রশংসায় পঞ্চমুখ প্রত্যেকে, আমরা কথা বলছি আইএএস অফিসার সৌম্য পান্ডেকে নিয়ে।

তিনি ইউপির বাসিন্দা,২০১৭ সালে আইএএস অফিসার হন তিনি, গাজিয়াবাদের মতিনগর তহসিলের এমডি পদে কর্মরত, তিনি সদ্যই মা হয়েছেন কিন্তু তা সত্ত্বেও কোন ছুটি না নিয়ে তিনি নিজের কাজে যুক্ত হয়েছেন।

তবে অবাক করার বিষয় হল সঙ্গে রয়েছেন তার একুশ দিনের মেয়েও, তাকেও নিয়মিত অফিসে নিয়ে আসছেন। আসলে তার বাড়ীতে দেখাশোনা করার মতো কেউ নেই, তাই বাধ্য হয়েই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

তবে তার এই সময়ে এমন সিদ্ধান্ত দেখে হতবাক প্রত্যেকেই, একহাতে একজন মা হবার দায়িত্ব পালন করছেন, অপরদিকে নিজের কাজের দায়িত্বও কাঁধে তুলে নিয়েছেন যা প্রশংসার দাবি রাখে, কারণ দুটো দায়িত্ব একসাথে পালন করা মুখের কথা নয়। যা তিনি সাবলীলভাবেই পালন করে চলেছেন।