সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জেলে যা’বো কিন্তু বি’ক্রি হবো না, প্রয়োজনে রাজমিস্ত্রির কা’জ করবো: চন্দনা বাউড়ি

শাসকদলের সমালোচনায় মুখর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল বিজেপির তরফের একাধিক বিধায়ককে হুমকি দিয়ে দল ত্যাগ করতে বাধ্য করছে বলে অভিযোগ করেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই দেখা যাচ্ছে বিজেপির অভ্যন্তরে ভাঙ্গন ধরেছে। বিজেপির তরফের একাধিক নেতাকর্মী দলবদল করছেন। সম্প্রতি বিজেপি বিধায়ক তন্ময় ঘোষও গেরুয়া শিবির ছেড়ে গিয়েছেন।

বিজেপি শিবিরের অভিযোগ, শাসক শিবির বিজেপি নেতা কর্মীদের ভয় দেখিয়ে তাদের দলের অন্তর্ভুক্ত করছে। বিজেপি বিধায়কদের বিরুদ্ধে মিথ্যে মামলা আনা হচ্ছে। দলত্যাগ করতে অস্বীকার করলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে তাদের। তাই ভয় পেয়ে অনেকেই দল ত্যাগ করছেন বলে অভিযোগ করেন তিনি।

তবে একদিকে যখন বিজেপির তরফের একাধিক বিধায়ক শাসক শিবিরের ভয়ে দল ত্যাগ করছেন অপরদিকে তখন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই তিনি নিজের রাজনৈতিক মতাদর্শ বিক্রি করবেন না। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, চন্দনার বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাকে বিজেপি দল ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। তবে চন্দনা সব জানিয়ে দিয়েছেন প্রয়োজনে তিনি জেল খাটবেন, কিন্তু বিজেপি শিবির ত্যাগ করবেন না।

শুভেন্দু অধিকারী এদিন বলেন, একদিকে যখন অন্যান্যরা কোটিপতি হওয়ার লোভ সামলাতে না পেরে দল ত্যাগ করে যাচ্ছেন, অন্যদিকে তখন চন্দনা বলছেন ‘প্রয়োজনে রাজমিস্ত্রির কাজ করব, জেল খাটব তাও ভাল, কিন্তু বিজেপি ছেড়ে যাবো না।’ এদিন বিজেপির তরফ সবথেকে দরিদ্র বিধায়কের ভূয়সী প্রশংসা করেন শুভেন্দু অধিকারী।