Home রাজ্য দরকারে সব নি’য়ো’গ খা’রি’জ করবো! SSC চেয়ারম্যানকে কোর্টে ডে’কে পা’ঠা’লে’ন বিচারপতি মান্থা

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দরকারে সব নি’য়ো’গ খা’রি’জ করবো! SSC চেয়ারম্যানকে কোর্টে ডে’কে পা’ঠা’লে’ন বিচারপতি মান্থা

নিয়োগ দুর্নীতি মামলায় কার্যত নাকানি চোবানি খাচ্ছে এসএসসি। আদালতের নির্দেশ অমান্য করে নম্বর না দেওয়ায় স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর চেয়ারম্যানকে তলব করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। অভিযোগ উঠেছিল ২০১১ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাঠ্যসূচির (সিলেবাস) বাইরে থেকে প্রশ্ন এসেছিল।

৮৩ জন পরীক্ষার্থী এই মর্মে হাই কোর্টে মামলা করেন। মামলাকারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী শামিম আহমেদ। গত বছর জুন মাসে মামলাকারীদের পক্ষে রায় দেয় আদালত। প্রার্থীদের নম্বর বাড়িয়ে দিতে নির্দেশ দেয় হাই কোর্ট।

কিন্তু সেই নির্দেশ এখনও কার্যকরী হয়নি বলে অভিযোগ। আজ শুক্রবার এই মামলার শুনানি হয়। বিচারপতি মান্থার বলেন, “এসএসসি কি কোর্টের নির্দেশ পাত্তা দিচ্ছে না? নিয়োগ ও ঠিক মত করতে পারছে না। প্রতি পদক্ষেপেই ভুল করছে।

আরো খবর: “আমি PMO-র অফিসার”, গো’টা প্রশাসনকে বো’কা বা’নি’য়ে Z+ নি’রা’প’ত্তা নিয়ে কাশ্মীর ঘু’রে বে’ড়া’লো জালিয়াত

এমনকি আদালত নির্দেশ দেওয়ার পরও কার্যকর করছে না। এটা কি পরিকল্পিত?এরা তো একটা প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে খেলা করেছে। প্রয়োজন হলে আপনাদের সব নিয়োগ খারিজ করে দেব। আদালতের নির্দেশের উপর চালাকি করার চেষ্টা করলে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হব। আপনাদেরও শাস্তি হবে।”

আগামী শুক্রবার তিনি এসএসসির চেয়ারম্যানকে আদালতে সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছেন। কেন কোর্টের নির্দেশ মানা হয়নি,সে বিষয়ে তাকে সওয়াল করবে আদালত।