সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমি এখনো বিজেপির সাংসদ, তৃণমূলে গিয়েও একই ক’থা বাবুলের গ’লা’য়

সদ্য বিজেপি থেকে অবসর নিয়ে তৃণমূল শিবিরের নাম লিখিয়েছেন এককালীন বিজেপি বিধায়ক বাবুল সুপ্রিয়। তবে তৃণমূল শিবিরে নাম লেখালেও এখনো সর্বাঙ্গীনভাবে প্রচারে নামেননি বাবুল। তাই তাকে নিয়ে রাজনৈতিক মহলে নতুন জল্পনার সূত্রপাত হয়েছে। এমতাবস্থায় ভবানীপুরের উপ নির্বাচন সম্পন্ন হল। তবে সেখানেও ছিলেন না বাবুল।

সম্প্রতি বাবুল সুপ্রিয় তার নির্বাচনী প্রসঙ্গে অংশগ্রহণ না করার কারণের ব্যাখ্যা দিলেন। বাবুল সুপ্রিয় জানিয়েছেন তিনি এখনো বিজেপির তরফের বিধায়ক হয়ে আছেন। তাই তার পক্ষে তৃণমূলের হয়ে প্রচার করা সম্ভব নয়। উল্লেখ্য চলতি মাসের শেষের দিকে যে চারটি উপ নির্বাচন কেন্দ্রে নির্বাচন হওয়ার কথা আছে সেখানে তারকারা প্রচার করতে এলেও বাবুল সুপ্রিয় এর নাম সেই তালিকার মধ্যে নেই।

ফলে স্বভাবতই নেটিজেনরা বাবুল সুপ্রিয়কে ট্রোল করছিলেন। যার পরিপ্রেক্ষিতে মুখ খুললেন বাবুল সুপ্রিয়। তার স্পষ্ট জবাব, তিনি এখনও বিজেপির তরফের বিধায়ক হয়েই রয়েছেন। লোকসভায় পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য তিনি কিছুদিনের সময় চেয়ে নিয়েছেন। আপাতত তিনি কলকাতায় সবকিছু গুছিয়ে নিচ্ছেন। তাই তৃণমূলকে তিনি তাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য এই বার তারকা প্রচারকদের মধ্যে বাবুল সুপ্রিয় পাশাপাশি জায়গা পাননি টলিউড অভিনেত্রী তৃণমূল বিধায়ক নুসরাত জাহান। যদিও মনে করা হচ্ছে তিনি সদ্য মা হয়েছেন, অতএব তার পক্ষে প্রচার করা সম্ভব নয়। তাই তাকে কিছুদিন বিশ্রাম দেওয়া হয়েছে।