সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্য পুলিশে চাকরির বি’রা’ট সু’যো’গ, মহিলা কনস্টেবল নি’য়ো’গ হবে শীঘ্রই

মহিলাদের জন্য এবার দারুণ এক সুযোগ। রাজ্য পুলিশে ফের মহিলাদের দারুণ সুযোগ। কারণ মহিলা কনস্টেবল পদে ২০২০ জনকে নিয়োগের সিলমোহর দেওয়া হল, গতকাল সোমবার নবান্নের তরফ থেকে মন্ত্রী সভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বৈঠকে স্পষ্ট জাণীয়েছেণ।মহিলা কনস্টেবলদের মধ্যে বেশিরভাগ জনকেই নিয়োগ করা হবে রাজ্য পুলিশের ইউনার্স স্কোয়াডে।

অবশ্য এই নিয়োগের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল, তবে এবার সরকারি সিলমোহর পরল সেই সিদ্ধান্তে। এর সাথে আরও যে কয়েকটি নিয়োগের সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছিল সেগুলো হল, মোট ২০২০ টি পদের মধ্যে ১৪২০ জনকে নিয়োগ করা হবে রাজ্য পুলিশের ইউনার্স স্কোয়াডে।

আরো পড়ুন: বকেয়া ১২ লক্ষ টা’কা না দিলে শংসাপত্র পাওয়া যা’বে না! এভারেস্ট জ’য় করেও চি’ন্তা’য় পিয়ালী বসাক

গোয়েন্দা বিভাগে নিয়োগ করা হবে ৬০০ জন। এর সাথে জঙ্গলমহলে স্পেশাল হোমগার্ড পদে নিয়োগ করা হবে ১০৫ জন।
এই ইউনার্স স্কোয়াড হল রাতের শহরে নারীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য তৈরী। এবার সেখানেই নিয়োগ করা হবে ।

এই স্কোয়াডকে নামায় লালবাজার। বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশদের এই দলে যোগদান করানো হবে। এদের আসল কাজ হল মহিলাদের ওপরে ঘটে চলা বিভিন্ন অপরাধমূলক কাজ কর্ম অপরাধ দমন করা।

নারীদের সুরক্ষায় সর্বদা কাজ করা। সদস্যরা বাইক কিংবা স্কুটিতে টহলদারী দিয়ে কাজ করবে। এবার সেই টিমেই নিয়োগ করা হবে মোট ১৪২০ জন।