সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বছরের প্রথম সপ্তাহে বি’রা’ট ঋণ রাজ্যের! বেড়েই চলেছে ঋ’ণে’র বো’ঝা

পশ্চিমবঙ্গ সরকার ২০২২-এর শুরুতেই ফের বিরাট অঙ্কের ধার নিল। রাজ্যের সরকার এই নিয়ে মাত্র তিন সপ্তাহের মধ্যে মোট তিনবার বাজার থেকে ধার নিল। সরকার চলতি বছরেই গত ৪ জানুয়ারি বাজার থেকে আড়াই হাজার কোটি টাকার ঋণ নিয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এই প্রসঙ্গে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, ওই দিনই মোট ৯ টি রাজ্য বাজার থেকে ১৯ হাজার ৩৪০ কোটি টাকা ঋণ নেয় ৷ যেখানে পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ উভয়েই ২ হাজার ৫০০ কোটি টাকা করে ঋণ নিয়েছে, যা এই ৯ টি রাজ্যের ঋণ নেওয়ার পরিসংখ্যানের ভিত্তিতে সর্বোচ্চ৷

বর্তমান সরকার ২০১১ সালে যখন ক্ষমতায় আসে তখন রাজ্যের মোট ঋণের পরিমান ছিল ১.৯৩ লক্ষ কোটি টাকা। এমতাবস্থায়, বর্তমান রাজ্য সরকারের শেষ বাজেট পরিসংখ্যান অনুযায়ী ২০২০-২১ অর্থবর্ষ শেষে সেই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়াতে পারে প্রায় সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকার কাছাকাছি!

রাজ্য সরকার মাত্র তিন সপ্তাহের মধ্যেই তিনবার বাজার থেকে ঋণ নিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত বছরের ১৪ ডিসেম্বর সবমিলিয়ে ৭ টি রাজ্য মোট ৭ হাজার  ৫৩ কোটি টাকা ঋণ নেয়।