Home অফবিট এক লিটার জ্বালানিতে কত দূ’র যে’তে পা’রে বিমান? জানলে সত্যিই অ’বা’ক হবেন

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এক লিটার জ্বালানিতে কত দূ’র যে’তে পা’রে বিমান? জানলে সত্যিই অ’বা’ক হবেন

গাড়ি বা বাইকের মাইলেজ নিয়ে আমরা ভাবি ঠিকই কিন্তু কখনও কি এমন প্রশ্ন মাথায় এসেছে যে বিমানের মাইলেজ কত হতে পারে? বোধ হয় উত্তর টা না-ই হবে। আসলে ভাবার প্রয়োজন পড়েনি কখনও। বিমানে যাতায়াতের সময় কেবল তার ভাড়া সম্বন্ধেই আমরা ভাবনা চিন্তা করি। জ্বালানি কতটা পুড়ল, এক লিটারে প্লেন কতটা গেল এ নিয়ে আমরা কেন ভাববো বলুনতো! তা ভাবার জন্য সংশ্লিষ্ট সংস্থা তো রয়েইছে। কিন্তু বাইক বা গাড়ির সাথে বিমানের মাইলেজ সম্পর্কে একটু যদি জানি তাতেই বা ক্ষতি কি?

আমরা জানি, বেশির ভাগ বা গাড়ি এক লিটারে ৩০ থেকে ৮০ কিলোমিটার মাইলেজ দেয়। কিন্তু গাড়ি যত বড় হবে তার জ্বালানি খরচও তত বেশি হবে। ফলে মাইলেজও কমবে। বোয়িং ৭৪৭ বিমানে প্রতি সেকেন্ডে ৪ লিটার জ্বালানি খরচ হয়। অর্থাৎ এক মিনিট উড়লে ২৪০ লিটার জ্বালানি খরচ হয় এই বিমানের।

বোয়িং-এর ওয়েবসাইট অনুযায়ী, ৭৪৭ বিমানে প্রতি কিলোমিটারে ১২ লিটার জ্বালানি খরচ হয়। অর্থাৎ ১ লিটার জ্বালানিতে ০.৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই বিমান। সেই হিসেবে ১২ ঘণ্টার সফরে ১ লক্ষ ৭২ হাজার ৮০০ লিটার জ্বালানি খরচ হয়। বোয়িং বিমানে অন্ততপক্ষে ৫০০ যাত্রী ধরে। ঘণ্টায় ৯০০ কিলোমিটার বেগে উড়তে পারে। বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, বেশির ভাগ বিমানে ঘণ্টায় ৩২০০ লিটার জ্বালানি খরচ হয়।