সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এক সপ্তাহে FD-তে ফের সুদের হা’র বৃ’দ্ধি করলো HDFC ব্যাংক

এবার ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বাড়ালো এইচডিএফসি ব্যাংক। দু’কোটি টাকার নিচে একাধিক মেয়াদের জন্য সুদের হার বাড়ানো হয়েছে বলে খবর পাওয়া গেল। 17 ই জুন থেকে এই নতুন সুদের হার কার্যকর হতে চলেছে। এক সপ্তাহে দুইবার সুদের হার বাড়লো এই ব্যাংক।

সাত দিন থেকে দশ বছরের মধ্যে বিভিন্ন মেয়াদে ফিক্স ডিপোজিট রাখা যায়। কয়েকটি ক্ষেত্রে সুদের হার বাড়ানো হয়েছে ব্যাংকের তরফ থেকে।

সাত দিন থেকে 29 দিনের মেয়াদে সুদের হার 0.25 শতাংশ বাড়ানো হয়েছে। 30 দিন থেকে 90 দিন, 91 দিন থেকে ছয় মাস এবং ছয় মাস থেকে 9 মাসের ক্ষেত্রে সুদের হার 25 বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে।

আরো পড়ুন: এবার আদালতেই নি’য়ো’গ নিয়ে অনিয়মের অভিযোগ উঠলো, ত’দ’ন্ত ভা’র গে’লো CID-র হাতে

সাত দিন থেকে 14 দিনে 2.75 শতাংশ হারে, 15 দিন থেকে 29 দিনে 2.75 শতাংশ হারে, 30 থেকে 45 দিনে 3.25 শতাংশ হারে, 46 থেকে 60 দিনে 3.25 শতাংশ হারে, 61 থেকে 90 দিনে 3.25 শতাংশ হারে, 91 থেকে ছয় মাসে 3.75 শতাংশ হারে, 6 মাস থেকে 9 মাস পর্যন্ত 4.65 শতাংশ হারে সুদ দেওয়া হবে।

অন্যদিকে নয় মাস থেকে 1 বছরের কম সময়ের জন্য 4.65 শতাংশ হারে সুদ দেওয়া হবে। 1 বছর পর্যন্ত 5.35 শতাংশ হারে সুদ মিলবে। এক বছর থেকে দুই বছর 5.35 শতাংশ দুই বছর থেকে তিন বছর 5.5 শতাংশ তিন বছর থেকে 5 বছর 5.7 শতাংশ 5 থেকে 10 বছর পর্যন্ত 5.75 শতাংশ সুদ পাওয়া যাবে।