সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রবি’বার তিন দিনে’র দার্জিলিং স’ফ’রে এলেন রাজ্য’পাল জগদীপ ধনকড়

রবিবার তিন দিনের দার্জিলিং সফরে এলেন রাজ্যপাল জগদীপ ধনকড়

রবিবার তিন দিনের দার্জিলিং সফরে এলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন সকাল ১০টা ২০নাগাদ বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এরপর বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হয়ে তিনি বলেন যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি খুবই চিন্তা জনক। প্রজাতান্ত্র ব্যবস্থা ভেঙে। সাংবিধানিক ব্যবস্থার প্রকাশ্যে অনাদর করা হচ্ছে। এটা বরদাশ্ত করা যাবে না। রাজ্যপাল হিসেবে আমার দায়িত্ব সংবিধানকে রক্ষা করা। আমি সেই চেষ্টাই করে চলছি।

মুখ্যমন্ত্রী এবং বিধানসভার অধ্যক্ষকে একাধিকবার ডেকে পাঠিয়েছি কিন্তু তারা আলোচনার একটা বিন্দু আমার সামনে রাখতে পারেনি। বিধানসভার অধ্যক্ষ কে নিজের নিজের আসনের মর্যাদা রাখা উচিত। তিনি নিজের দায়িত্ব এবং অধিকারের বিষয়ে অনভিজ্ঞ। আইন কি বলে রাজ্যপাল যিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য তাকে না জানিয়ে কি উপাচার্য নিয়োগ করা যেতে পারে? দেশে কোথাও এমন আইন নেই।

রাজ্যপাল কে না জানিয়ে যতগুলি নিয়োগ হয়েছে সেগুলিকে পুনর্বিবেচনা করতে হবে না হলে আমকে কড়া পদক্ষেপ নিতে হবে। আমি খুবই আশ্চর্য হলাম যখন যখন শিক্ষা মন্ত্রী আমার সাথে আলোচনা না করে মুখ্যমন্ত্রীকে তার আচার্য করবে। আপনার এক কাজ করুন মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল বানিয়ে দিন। তখন আপনাদের শান্তি হবে। মুখ্য সচিব এবং অতিরিক্ত অতিরিক্ত মুখ্য সচিব ওরা দুজনেই মোমের পুতুল। ওদের সাথে আলোচনা করে কোন লাভ হয় না।

এর পাশাপাশি তিনি আরও যে রাজ্য নির্বাচন কমিশন যা একটি সাংবিধানিক সংস্থা সেটি এখন রাজ্য সরকারের একটি অঙ্গ হয়ে গিয়েছে। সিসিটিভি বিষয়ে আমি সব রকম তথ্য চেয়েছি। আমি নিশ্চিত এই ধরনের ঘটনা আমি আগে আর হতে দেব না। যদি নির্বাচন নিরপেক্ষ ও ভয় মুক্ত না হয় তাহলে সবচেয়ে বড় কুঠারাঘাত হবে প্রজাতন্ত্র ব্যবস্থার ওপর।হাওড়া বিল নিয়ে রাজ্যপালের কাছে কোন চিঠি আসেনি কিংবা আলোচনা হয়নি। হাওড়া পুরসভার বিভাজন ও বালি পুরসভা নিয়ে কোনো কথাই হয়নি। যে বিল নিয়ে বলা হচ্ছে রাজ্যপাল অনুমতি দিয়েছে এই কথা একেবারে মিথ্যে। আমি হাওড়া পুরসভা বিষয়ে কিছু তথ্য চেয়েছি রাজ্য সরকারের কাছে কিন্তু রাজ্য সরকার কোনো তথ্যই দেয়নি।