সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলার পর্যটকদের জন্য ভা’লো খবর, হাওড়া-নিউ জলপাইগুড়ি রু’টে ছু’ট’বে বন্দে ভারত এক্সপ্রেস

পশ্চিমবঙ্গের মানুষের জন্য দারুন সুখবর কারণ এবার , বাংলায় ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। শুনে হয়তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত সেমি হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে এবার। আগামী ৩০ ডিসেম্বর এই হাই স্পিড ট্রেনের উদ্বোধন করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই ট্রেনের স্পিড ও যাত্রী স্বাচ্ছন্দ্য একেবারে বিশ্বমানের। পূর্ব রেলে তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, হাওড়া থেকে এনজিপি পর্যন্ত চলবে এই ট্রেন। সাধারণত এই স্পিড ১৮০ কিলোমিটার প্রতি ঘন্টা, তবে এই রুটে চলার জন্য টেন স্পিড কেমন থাকবে সেটা এখনো স্পষ্ট নয়।

এই ট্রেন চলার পর যাত্রীরা খুব অল্প সময়ের মধ্যেই কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছে যেতে পারবে। তবে সপ্তাহে কতদিন চালানো হবে এই ট্রেন এবং এই ট্রেনের ভাড়া কত হবে সেটা স্পষ্ট নয়। শুধু গতি দেখলে হবে না এই ট্রেনের যাত্রী স্বাচ্ছন্দ্যও বিশ্বমানের। এই ট্রেন পুরোটাই হবে এসি চেয়ার কার, তার সাথে এই ট্রেনের প্রতিটা চেয়ার ৩৬০ ডিগ্রী ঘুরতে সক্ষম।

আরো খবর: বলিউডে নতুন ক’রে ডেবিউ করছেন কিয়ারা আদবাণী! বলিপাড়ার হ’ট ট’পি’ক এখন এটাই

সুখবর হলো ইতিমধ্যে ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরিতে কোচ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। তবে হ্যাঁ এই ট্রেন চালানোর জন্য যে সফটওয়্যার দরকার সেটা এখনো তৈরি হয়নি। সমস্ত রকম সুবিধা থাকবে ট্রেনের মধ্যেই খাওয়ার ব্যবস্হাও তার মধ্যে অন্তর্গত।