Home দেশ আজ থেকে ন’য়া নি’য়’ম রেলে, সাধারণ কামরায় এই খাবার নিয়ে ওঠা ও...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ থেকে ন’য়া নি’য়’ম রেলে, সাধারণ কামরায় এই খাবার নিয়ে ওঠা ও যাতায়াত সম্পূর্ণ নি’ষি’দ্ধ

ছানা ব্যবসায়ীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়ছেন ট্রেনের যাত্রীরা। ছানার কারবারিরা যাত্রীবাহী ট্রেনের সাধারণ কামরাতে উঠে পড়ছেন। এদিকে ছানার জলে থৈথৈ করছে কামরা। তীব্র উৎকট গন্ধে যাত্রীদের প্রাণ ওষ্ঠাগত। এমতাবস্থায় রেলের তরফ থেকে একটি বিশেষ নিয়ম জারি করা হলো।

এবার থেকে আর ছানা নিয়ে যাত্রীবাহী কামরাতে তুলতে পারবেন না ব্যবসায়ীরা। সাধারণ ভেন্ডারেই তুলতে হবে ছানা। রেল পুলিশের ডিএসপি নরেন্দ্রনাথ দত্ত জানালেন রেলের নিত্যযাত্রীদের স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হওয়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছানার জলে কামরা ভিজে থাকে। সিটের নিচে পাদানিতে ছানার ঝুড়ি রাখা নিয়ে যাত্রীদের সঙ্গে ঝামেলা বাঁধে ব্যবসায়ীদের।

এমতাবস্থায় ছানা তুলে ভেন্ডার কামরার দরজা বন্ধ করে দেওয়াতে মাঝপথ থেকে সেই কামরাতে কেউ চড়তে পারেন না। এই নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল। অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। নদীয়া এবং মুর্শিদাবাদ ছানা ব্যবসায়ী সমিতিকে নিয়ে শনিবার রেল পুলিশের তরফ থেকে একটি বৈঠক করা হয়। সেখানে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এও নির্দেশ দেওয়া হয়েছে যে ভেন্ডার কামরার দরজা বন্ধ করতে পারবেন না ব্যবসায়ীরা। সাধারণ যাত্রীদের দুর্ভোগ কাটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অন্যথা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।