সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনার জীবনের উপর থে’কে বাস্তুদো’ষ কা’টা’তে কি কি টো’ট’কা করবেন জেনে নিন

আমাদের আসে পাশে এরকম বহু মানুষ আছেন যারা বিশ্বাস করে বাস্তু মেনে সংসারের সব কাজ করলে কোনো অশুভ শক্তি বাড়ির কোনো ক্ষতি হতে পারে না। তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ কয়েকটি বাস্তু টোটকা রয়েছে, যা মেনে চলতে পারলে, জীবনে বহু দিক থেকে উন্নতি করা যেতে পারে। আসুন জেনে নি কি কি টোটকা রয়েছে বাস্তু সঠিক রাখতে।

১. অর্থনৈতিক দিক ভাল রাখতে বাড়ির উত্তর-পূর্ব দিকে একটা কাচের শিশিতে কিছুটা নুন রেখে দিন।

২. রান্নাঘর কিংবা শৌচাগার থেকে জল পড়া খুবই অশুভ বলে মানা হয়। তাই সব সময় জলের কল বন্ধ রাখুন।

৩. শৌচালয়ের দরজা কোনও সময় খোলা রাখতে নেই তাই সব সময় দরজা বন্ধ রাখুন।

আরো পড়ুন: বিশ্বের সবথেকে ভ’য়’ঙ্ক’র ভু’তু’ড়ে পুতুল! ছবি তুলতেই ক্যামেরা অকেজো হ’য়ে যায়

৪. বাড়ির সদর দরজার আশপাশে বা কাছাকাছি কোনও নোংরা আবর্জনা রাখা যাবে না এবং সদর দরজার কাছে রাতে সব সময়ে বড় আলো জ্বেলে রাখতে হবে। বাড়ি অন্ধকার রাখাও অশুভ।

৫. নিজের বাড়িতে কর্মের জায়গায় হোক বা অফিসের কর্মস্থল, খুব বেশি আসবাবপত্র রাখতে নেই। একটু ফাঁকা রাখতে হয়।

৬.বাড়িতে জলপ্রবাহ হচ্ছে, এমন ছবি বা ঝর্নার ছবি রাখলে আর্থিক উন্নতি খুব ভাল হয়।

৭. আলমারি বা টাকা রাখার জায়গায় কখনও নোংরা বা ঝাঁটা, জুতো রাখতে নেই।

৮. নানা প্রকার সমস্যার সমাধান করতে বাড়ির উত্তর এবং পূর্ব দিকে তুলসী গাছ রাখুন।

৯. রান্নাঘরে কখনওই কীটনাশক বা বিষ জাতীয় কোনও জিনিস রাখতে নেই।

১০. টাকা রাখার জায়গায় অর্থাৎ, আলমারি সর্বদা সোনালি রঙের করতে হয়।

১১. খেয়াল রাখতে হবে, বাড়ির ছাদের ঢাল যেন দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্ব দিকে হয়।

১২. নানা প্রকার সমস্যার সমাধান করতে বাড়ির উত্তর এবং পূর্ব দিকে তুলসী গাছ রাখুন।

এভাবে সব নিয়ম মানলে আর কোনো বাস্তু দোষ নিজেদের বাড়িতে লাগবে না।