Home দেশ দুর্গাপুজোর সময়ে জ’ঙ্গি হানার আ’শ’ঙ্কা! সতর্কবার্তা দিল্লির

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুর্গাপুজোর সময়ে জ’ঙ্গি হানার আ’শ’ঙ্কা! সতর্কবার্তা দিল্লির

সাধারণত উৎসবের মুহূর্তগুলিকেএই টার্গেট করে সন্ত্রাসবাদি জঙ্গিরা। এই উৎসবের মুহুর্তে ও দেশজুড়ে নাশকতা চালাতে পারে সন্ত্রাসবাদীরা। পুজোর আগে পুজো মণ্ডপ এবং জমজমাট এলাকাগুলোকে আগে থেকেই রাজ্য প্রশাসন এবং পুলিশকে সতর্ক করে দেওয়া হলো কেন্দ্র থেকে।

দুর্গাপূজা এবং দশেরাকে কেন্দ্র করে দেশে সন্ত্রাসবাদি কার্যকলাপ নিয়ে সতর্ক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কাশ্মীরে একের পর এক সন্ত্রাসবাদি কার্যকলাপ লেগেই আছে। পশ্চিমবঙ্গকেও টার্গেট বানাতে পারে জঙ্গিরা। তাই এই মর্মে কলকাতা এবং রাজ্য পুলিশকে সতর্ক করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। পুজো মণ্ডপ এবং এলাকাগুলিতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে ইতিমধ্যেই বেশ কয়েকজন জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। গোয়েন্দারা জানতে পেরেছেন পশ্চিমবঙ্গে কাজ করছে জেএমবির স্লিপার সেলের সদস্যরা। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর জেলা পুলিশ প্রশাসনকে সতর্ক করে জানিয়েছে উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যেন ফাঁক না থেকে যায়।

পুজোর ঠাকুর দেখা এবং বিসর্জনের ভিড়ের উপরেও নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। এদিকে নবান্ন থেকে জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারেটদের ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে। 12 থেকে 15 ই অক্টোবর পর্যন্ত নাশকতা এড়াতে যা-কিছু নির্দেশিকা জারি করা হয়েছে সব মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পুজো কমিটিকে স্থানীয় থানার সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।