Home আন্তর্জাতিক ব্যা’প’ক ব্যাটিং শুরু করেছে ঠা’ন্ডা, বাংলায় একাধিক জে’লা’য় বা’ড়’বে শীতের প্র’কো’প, পড়বে...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্যা’প’ক ব্যাটিং শুরু করেছে ঠা’ন্ডা, বাংলায় একাধিক জে’লা’য় বা’ড়’বে শীতের প্র’কো’প, পড়বে বরফ

কলকাতা শীতে যবুথবু। আজ ১৩.৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা কলকাতার।পশ্চিমের জেলাগুলিতে ১০-র কাছাকাছি পৌঁছলো পারদ। রবিবার থেকে পারদ আরও নামতে পারে। পৌষের শুরুতেই জাঁকিয়ে শীতে কাঁপবে রাজ্য। ঘন কুয়াশায় ধাকবে উত্তরবঙ্গে। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। সকালবেলায় গ্রাউন্ড ফ্রস্টের সম্ভাবনা।

উত্তর রাজস্থান রীতিমতো কাঁপছে। মধ্য ভারতে আরও ৫ ডিগ্রি নামবে পারদ। সেই শীতল হাওয়া এসে কাল থেকে রাজ্যে জাঁকিয়ে শীতের স্পেল। কলকাতায় পরিষ্কার আকাশ। সকালেই জমিয়ে শীতের আমেজ। আগামী কয়েকদিন শীতের প্রকোপ আরও বাড়বে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে।

গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৭-৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাংলা জুড়েই শীতের প্রভাব। গত কয়েকদিন ধরে ১৪ ডিগ্রির কাছাকাছি কলকাতার তাপমাত্রা। জেলার তাপমাত্রা ১১ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। উত্তরবঙ্গে আরও কম তাপমাত্রা। রীতিমতো শীতের স্পেল চলছে বাংলা জুড়ে। অবাধ উত্তুরে হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলেই আরও নামবে তাপমাত্রা।