সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়িতে অত্যধিক পিঁপড়ে ঘোরাঘুরি করছে? পিঁপড়ে কিভাবে দুর্ভা’গ্য ও সৌভা’গ্য ব’য়ে আনে জেনে নিন

বাড়িতে হঠাৎই বিভিন্ন প্রাণীর আগমন নানা রকম ঘটনার ইঙ্গিত দেয়। সে ভালো ঘটনাও হতে পারে, আবার খারাপ ঘটনাও হতে পারে। এই ইঙ্গিত প্রসঙ্গে বিজ্ঞানের মত, মানুষের তুলনায় পশু-প্রাণীদের ষষ্ঠ ইন্দ্রিয় অনেক বেশি সচল হওয়ার কারণেই অনেককিছুই তারা আগে থেকে বুঝতে পারে।

উদাহরণস্বরূপ, বাড়িতে অনেক পিঁপড়ে ভিড় জমিয়েছে! এ কিন্তু যে সে ঘটনা নয়। জ্যোতিষশাস্ত্রের দাবি, এর পিছনে রয়েছে বড় কারণ! জ্যোতিষশাস্ত্র মতে, জীবনে ভাল বা খারাপ ঘটনার আগাম আভাস পিঁপড়েরা দিয়ে থাকে।

শাস্ত্র অনুযায়ী কালো পিঁপড়েকে শুভ বলে মনে করা হয়। ঘরে কালো পিঁপড়ে ঘুরে বেড়ালে জানবেন টাকা আসতে চলেছে। চালের কৌটোর মধ্যে থেকে কালো পিঁপড়ে বেরিয়ে আসছে দেখলে বুঝবেন খুব তাড়াতাড়ি আপনি টাকা পেতে চলেছেন।

আরো পড়ুন: মা’রা’ত্ম’ক প্রাণী! সঙ্গীকে কা’ম’ড়ে জীবনধারণ করে

আবার গয়নার বাক্সে পিঁপড়ে দেখলে আপনি সোনাদানা পেতে পারেন। অন্যদিকে ঘরে লাল পিঁপড়ের আগমন অশুভ লক্ষণ। কারণ লাল পিঁপড়ে খারাপ সময় নিয়ে আসে। তাই ঘরে লাল পিঁপড়ে দেখলেই বুঝবেন আর্থিক অনটন শুরু হতে পারে।

তবে লাল পিঁপড়ের মুখে ডিম থাকলে তা শুভ লক্ষণ। ঘরের উত্তর দিকে পিঁপড়ে দেখা গেলে আপনার জীবনে সুখ আসন্ন। আর ঘরের দক্ষিণ দিকে পিঁপড়ে দেখা গেলে আপনার আর্থিক লাভ হবে এ ব্যাপারে নিশ্চিত হন। ঘরের পূর্বদিকে পিঁপড়ে দেখা খুব খারাপ। আর পশ্চিম দিকে পিঁপড়ে দেখা দিলে বুঝবেন খুব শীঘ্রই আপনার বিদেশযাত্রা হতে পারে।