সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাথায় কোনদিন কাকের ঠো’ক’র খেয়েছেন? স’ম’স্যা’য় পড়তে পারেন আপনিও

হিন্দু মতে কাক কে দূত হিসাবে মনে করা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী কাক ভালো-মন্দ ঘটনা সম্পর্কে আগেভাগে আঁচ করতে পারে। কাক বা কাকের ব্যবহার ব্যক্তির জীবনে কেমন প্রভাব ফেলে সে বিষয় বিশদে জানিয়ে থাকে শকুন শাস্ত্র।

এক জায়গায় অনেকগুলি কাককে বসে থাকতে দেখলে বুঝতে হবে যে, খুব শীঘ্র কোনও সংকটের মুখে পড়তে চলেছেন আপনি। আবার কারও বাড়ির ছাদে অনেকগুলি কাক বসে চেঁচামিচি করলে বুঝতে হবে যে সেই বাড়িতে বা পরিবারের সদস্যদের ওপর খুব শীঘ্র কোনও সমস্যার মেঘ ঘনাতে চলেছে।

সেই বাড়ির মালিকের ওপর কোনও না-কোনও আঁচ পড়ার সম্ভাবনা থাকে। শকুন শাস্ত্র অনুযায়ী দুপুর বেলা উত্তর বা পূর্ব দিক দিয়ে কাকের আওয়াজ শুনতে পেলে অনিষ্ট হওয়ার ভয় পাবেন না। কারণ এ দিক থেকে কাক ডাক দিলে তাকে শুভ মনে করা হয়।

আরো পড়ুন: কি কি ক্ষেত্রে রিটার্ন ফাইল করা বাধ্যতামূলক?

উত্তর বা পূর্ব দিকে কাক দেখা দেওয়া স্ত্রী সুখ লাভের ইঙ্গিত বহন করে। তবে বাড়ির ছাদে এসে দক্ষিণ দিকে মুখ করে কাক ডাকলে তা অশুভ সংকেত বহন করে। মনে করা হয়, সেই বাড়ির কোনও সদস্য শীঘ্র মৃত্যুতুল্য কষ্ট ভোগ করতে পারেন।

শকুন শাস্ত্র অনুযায়ী কোথাও যাওয়ার সময় পথে কোনও পাত্রে কাককে জল পান করতে দেখা অত্যন্ত শুভ। ধন লাভের ইঙ্গিত এটি। অথবা আপনি কোনও কাজে বেরনোর সময় কাককে জল খেতে দেখলে নিশ্চিত থাকুন, কারণ সেই কাজে সাফল্য লাভ করার প্রবল সম্ভাবনা রয়েছে আপনার।

শকুন শাস্ত্র মতে, কাক উড়ে যাওয়ার সময় কোনও ব্যক্তির ওপর মলত্যাগ করলে সেই ব্যক্তিকে শারীরিক ও মানসিক পীড়ার মুখোমুখি হতে হয়। এটি আর্থিক লোকসানের দিকেও ইঙ্গিত দেয়।

সকালে কাক উড়ে যাওয়ার সময় কোনও ব্যক্তির শরীরের অংশ ছুঁয়ে গেলে একে অত্যন্ত শুভ ইঙ্গিত মনে করা হয়। অর্থ লাভের ইঙ্গিত লুকিয়ে রয়েছে এঁর মধ্যে। তবে কাক যদি কোনও জাতকের মাথা ছুঁইয়ে যায়, তা হলে সাবধান হতে হবে।