সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এত বিধিনিষেধ জা’রি হলেও ম’দ বি’ক্রি’তে কোনো বা’ধা থাকছে না, খো’লা থাকবে পানশালা

রাজ্যজুড়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। বর্তমান সময়কালে কড়া বিধি নিষেধের পথে হাঁটলো রাজ্য সরকার। সোমবার থেকেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ জারি করে দিয়েছে নবান্ন। বন্ধ জিম, স্পা, বিনোদন পার্ক। এমনকি সন্ধ্যা বেলার পর থেকে লোকাল ট্রেনও বন্ধ। তবে এতকিছুর পরেও মদের দোকান বন্ধ হবে না।

সম্প্রতি নবান্নের তরফ থেকে জানানো হয়েছে যে সবকিছুর উপরে বিভিন্ন চাপানো হলেও মদ বিক্রিতে বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে না। রবিবার রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী জানিয়ে দিয়েছেন আগামী 15 জানুয়ারি পর্যন্ত বেশ কিছু ক্ষেত্রে বন্ধ থাকছে। তবে এই বন্ধের তালিকাতে মদের দোকান সম্পর্কে কোনো উল্লেখ করা নেই। রেস্তোরাঁ-বার বন্ধ করার কথা বলা হয়নি। তবে 50% লোকজন নিয়ে খোলা থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

নবান্নের তরফ থেকে জানানো হয়েছে মদের দোকান নিজস্ব নিয়মে খোলা থাকবে। মদের দোকানের ক্ষেত্রে কোনো রকম সময় বেঁধে দেওয়া হয়নি। তাই মদ্যপানের ক্ষেত্রে বিধিনিষেধ থাকছে না। তবে দোকান বাজার রাত দশটার মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাত দশটার পর থেকেই নাইট কারফিউ শুরু হয়ে যাবে।

রাত দশটার পরে মদের দোকান বন্ধ করে দিতে হবে সরকারি নির্দেশ মেনে। পানশালা বা রেস্তোরাঁতেও একই নিয়ম খাটবে। করোনা বিধি নিষেধ মানলে পানশালা এবং রেস্তোরাঁতে যাওয়ার অনুমোদন মিলবে। 15 ই জানুয়ারি পর্যন্ত এই নিয়ম মানতে হবে। তারপরে পরবর্তী নির্দেশিকা জারি করা হবে।