সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’পু’ল পরিমাণ সম্পত্তির হিসেব চে’য়ে সায়গলের মা-স্ত্রীকে দিল্লিতে ডে’কে পা’ঠা’লো ED

একটা সময় তিনি ছিলেন অনুব্রত মন্ডলের দেহরক্ষী ছিলেন তিনি, তার নাম সায়গল হোসেন। তার এবার বিপুল সম্পত্তির খোজ পাওয়া গেল ইডির তরফে। প্রাথমিক তদন্ত করে যা উঠে এসেছে, সেটা হল বেনামে নাকি তার প্রচুর সম্পত্তি রয়েছে। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে, শুধু তার নামেই নয় তার স্ত্রী ও মায়ের নামেও রয়েছে সম্পত্তি।

যেটা আরও বেশি সন্দেহের উদ্রেক করেছে। তাহলে নিজের নামে থাকা সম্পত্তি মায়ের ও স্ত্রী এর নামে হাত বদল করেছে। এবার সেই দাবি তুলেই মা ও স্ত্রীকে দিল্লিতে তলব করল ইডি। চলতি সপ্তাহের মধ্যেই দিল্লিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে গরুপাচার মামলার দাবি তুলেই এই তলব, এখন প্রশ্ন হচ্ছে সেই গরু পাচারের টাকা তাদের একাউন্টে জমা পরেছে কিনা সেটা স্পষ্ট জানতে চায় ইডি।

কিভাবে এই সব সম্পত্তির মালিক হলেন তারা, কোথা থেকে এল টাকা সমস্ত কিছুই জানতে চাওয়া হবে, এদিকে অবশ্য ইডির এই নোটিশকে চ্যালেঞ্জ করে সায়গাল পরিবার হাইকোর্টের দারস্থ হয়েছেন। অনুব্রত মন্ডলের এই দেহ রক্ষী সায়গালকে গরুপাচার মামলায় যুক্ত থাকার দাবিতে গ্রেফতার করা হয়েছে।

আরো পড়ুন: দেশের ব্যাডমিন্টন সু’ন্দ’রী জ্বালা গুট্টা এবার সিনেমায়, রূ’পে’র মো’হে ক্রীড়াপ্রেমীরা

এখন তাকে রাখা হয়েছে আসানসোল সংশোধনাগারে। এদিকে অবশ্য সায়গালের আইনজীবী জানিয়েছেন, কখনই একজন বিচারাধীন বন্দিকে বিচার প্রক্রিয়া শুরু না করে আটকে রাখা যায় না। ইতিমধ্যেই ১০০ দিন ধরে কখনও সিবি আই কখনও জেল হেফাজতে রয়েছেন তিনি। ইতিমধ্যেই সায়গাল হোসেনের জামিনের আবেদন পর্যন্ত করা হয়েছে।

তবে সিবি আই এর পক্ষের আইন জীবী জামিনের বিরোধীতা করেছেন। জামিন দেওয়া হলে বিচার ব্যবস্থায় প্রভাব পরবে, এটা মনে করেন সিবি আই দফতরের পক্ষের আইনজীবী। সমস্ত কথা শোনার পরে সায়গাল হাসানকে আরও ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে।