সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ই-প্রেসক্রিপশন চালু হবে রাজ্যজু’ড়ে, কিভাবে কা’জ হবে? রইলো সব ত’থ্য

রাজ্যের সমস্ত যক্ষ্মা সংক্রান্ত তথ্য এবার স্বাস্থ্য দফতরের পোর্টালে তুলতে হবে। আর সেই সমস্ত তথ্য আবার জানিয়ে দিতে হবে কেন্দ্রীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির পোর্টালে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে সমস্ত সরকারি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে। এখানেই শেষ নয় এদিকে হেলথ মিশনের আওতায় যে সমস্ত কর্মসূচি হয় ও বিভিন্ন রোগের বিবরণ ও চিকিৎসা ব্যবস্থার সমস্ত তথ্য এন এইচ এম পোর্টালে তুলতে হবে।

এর সাহায্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যাতে জানতে পারে কোন রাজ্যে কেমন রোগের প্রাদুর্ভাব আছে। এই সমস্ত কিছুর সাথে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এতদিন পর্যন্ত সরকারি হাসপাতালের আউটডোরে অথবা ভর্তি থাকা রোগীর যাবতীয় তথ্য প্রেসক্রিপশন হাতে হাতে দেওয়া হত।

কিন্তু এখন থেকে সেই সমস্ত তথ্য কম্পিউটারের একটি ক্লিকেই জানা যাবে। গত বৃহস্পতিবার এই বিষয় নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাই এবার এখন থেকে মিলবে ই- প্রেসক্রিপশন। পোর্টালে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সমস্ত তথ্য নাম ঠিকানা থেকে শুরু করে সমস্ত কিছুই পোর্টালে নথিভুক্ত থাকবে।

আরো খবর: গত মাসেই বি’য়ে হয়েছিলো, কাশ্মীরে স’ন্ত্রা’সী হা’ম’লা’য় প্রা’ণ হা’রা’লে’ন বাংলার জওয়ান

ভবিষ্যতে যদি সেই রোগী অন্য কোনো হাসপাতালে দেখাতে যায় তাহলে ই প্রেসক্রিপশনের নম্বর দেখালেই তার সম্পর্কে সমস্ত তথ্য ভেসে উঠবে, চিকিতসক পুরোনো সমস্ত কিছু দেখে চিকিৎসা করতে পারবে সহজে।