সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঘূর্ণাবর্তের জের, আগামী ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গ জু’ড়ে বি’প’দে’র আ’শ’ঙ্কা! জেনে নিন কি বললো হাওয়া অফিস

এখনো ঘোর কাটেনি দুর্যোগের। আগামী 48 ঘন্টা মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে হবে ভারী বৃষ্টি। স্বক্রিয় মৌসুমী অক্ষরেখার জন্য এবং জোড়া ঘূর্ণাবর্তের জন্য এখনো খারাপ আবহাওয়ার সম্মুখীন হতে হবে আমাদের।

তবে আবহাওয়ার উন্নতি হবে মঙ্গলবার থেকে। কিন্তু পরের সপ্তাহের রবিবার এবং মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে আরও একটি নিম্নচাপ, যার প্রভাব কতটা দক্ষিণবঙ্গে পড়বে তা এখনো জানা যায়নি। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই ওড়িশার মধ্যে ঢুকে গেছে। আগামী কিছু দিনে এটি এগিয়ে যাবে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে।

দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় তৈরি হবে আরো একটি ঘূর্ণাবর্ত, যার ফলে আগামী বেশ কয়েক দিন খারাপ আবহাওয়া থাকবে বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। জামশেদপুর এবং ডালটনগঞ্জ হয়ে দীঘার ওপর দিয়ে মৌসুমী অক্ষ রেখা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। তবে নিম্নচাপটি ক্রমশ হারাচ্ছে বলে জানতে পারা গেছে।

আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। হতে পারে কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টিপাত। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল ৮৮ থেকে ৯০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২০.৭ মিলিমিটার।

আগামীকাল অর্থাৎ সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে কমবে বৃষ্টির পরিমাণ। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। ভারী বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই উত্তর বঙ্গের জেলাগুলিতে।

আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ সহ উত্তর-পশ্চিম ভারতের জেলাগুলিতে। আগামী চার পাঁচদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, জম্মু-কাশ্মীর, পন্ডিচেরি, লাদাখের বেশ কিছু অংশতে।