সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রা’কৃ’তি’ক দু’র্যো’গের কা’র’ণে গণেশ ব’ন্দ’না’য় বা’ধা!

প্রাকৃতিক দুর্যোগের কারণে গণেশ বন্দনায় বাধা!

মালদা,৩১ আগস্ট : প্রাকৃতিক দুর্যোগের কারণে বাধা গণেশ বন্দনায়। বুধবার সকাল থেকে শুরু হয় অঝরে বৃষ্টি। মালদা শহরের বিমল দাস মোড় এলাকায় গনেশ পূজা কমিটির উদ্যোগে পুজোর আয়োজন করা হয়।

বিশাল আকৃতির গনেশ প্রতিমা খোলা মণ্ডপে রাখা হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে সেই প্রতিমা।
অঝরে বৃষ্টির কারণে মাথায় হাত পড়ে উদ্যোক্তাদের।

এদিন বেলা বাড়লেও আকাশ পরিষ্কার হয়নি। প্রাকৃতিক দুর্যোগের কারণে গণেশ পূজা শুরু করতে পারেনি উদ্যোক্তারা।
তারা জানিয়েছেন শহরে সবচেয়ে বড় গণেশ প্রতিমা তাদের ক্লাবের।

প্রতিবছর সকাল সকাল পুজোর আয়োজন করা হয়ে থাকে। প্রতিবারের ন্যায় এ বছরও খোলা মণ্ডপে গণেশ পূজার আয়োজন করা হয়। এবছর পূজায় বাধা সৃষ্টি হয় প্রাকৃতিক দুর্যোগের কারণে।