সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দীঘায় মৎস্যজীবীদের জা’লে বিরল প্রজাতির বি’রা’ট আকারের মাছ, দাম ও ওজন শু’ন’লে হাঁ হয়ে যাবেন

বাঙালিদের ভ্রমণের কথা মাথায় আসতেই যে নামটি প্রথমেই উঠে আসে সেটি হলো দীঘা। দীঘায় চোখ ধাঁধানো সমুদ্র সৈকত পর্যটকদের মন জুড়িয়ে দেয়। আকর্ষণের কোনো খামতি নেই দীঘাতে। এবার থেকে সেখানে যুক্ত হলো আর একটি নতুন পালক।মৎস্যজীবীদের জালে উঠে এলো এক বিরল দৈত্যাকার মাছ।

ইতিমধ্যেই থার্মোমিটারের পারদ চড়তে শুরু করে দিয়েছে। তাপমাত্রা বাড়ার সঙ্গেই,ভিড় বাড়তেও শুরু হয়েছে দীঘায়। সেই বিরল মাছকে দেখতে ঝাঁকে ঝাঁকে ভিড় জমান পর্যটকরা।

সূত্রে খবর , দীঘার মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের এম.এম.বি কাঁটায় ২০০ কেজি ওজনের বিশালাকার সামুদ্রিক কৈ ভেটকি মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন কাঁথির বাসিন্দা মির্জা বাসেদ।

আরো খবর: আজ মহাশিবরাত্রি, জানুন ভোলানাথের আশীর্বাদে কেমন কা’ট’বে দিনটি, রইলো রাশিফল (18.02.2023)

৩৮ হাজার টাকার বিনিময়ে বসিরহাটের একটি মৎস্য কোম্পানির কাছে মাছটি বিক্রি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে প্রায় তিন বছর পর এর বড় আকারের সামুদ্রিক কৈ ভেটকি মাছ ধরা পড়ল দীঘার মোহনায়।