Home অফবিট বানান ভু’ল হওয়ায় লাকি ড্র বিয়ার সংস্থার, এক মাসেই বি’ক্রি ১ কোটি...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বানান ভু’ল হওয়ায় লাকি ড্র বিয়ার সংস্থার, এক মাসেই বি’ক্রি ১ কোটি লিটার

বিয়ার প্রস্তুতকারক সংস্থা থেকে সম্প্রতি গ্রাহকদের জন্য দুর্দান্ত একটি অফারের বন্দোবস্ত করা হয়েছিল। সেখানে জানানো হয় ভুল বানানের একটি বিয়ারের ক্যান যদি গ্রাহক খুলে দিতে পারেন তাহলে তার জন্য থাকবে একটি আকর্ষণীয় পুরস্কার।

এই লাকি ড্র ওই সংস্থাকে কোটি কোটি টাকার মুনাফা এনে দিয়েছে। মাত্র এক মাসে এক কোটি লিটার বিয়ার বিক্রি করেছে সংস্থা। এই বিয়ার প্রস্তুতকারক সংস্থা বিক্রেতাদের কাছে তিন লক্ষ ক্যান পাঠিয়েছিল।

বিক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার পর কোম্পানিটি জানতে পারে তাদের ক্যানে প্রিন্টিং মিসটেক রয়েছে। বিয়ারের নামের বানান ভুল ভাবে প্রিন্ট করা হয়েছে। এটা জানার পর ওই সংস্থার ড্যামেজ কন্ট্রোলের জন্য গ্রাহকদের কাছে একটি বিশেষ ঘোষণা করে।

আরো পড়ুন: এমন প্রাণী আ’গে কখনো দে’খা যায়নি! অদ্ভুত দর্শন মাছ দে’খে হতবাক সকলেই

বিয়ারের নামের বানান ভুল কার্যত বাজারে তাদের ভাবমূর্তি নষ্ট করতে পারত। তবে এই মুহূর্তে যদি তারা বিয়ার এর ক্যান প্রত্যাহার করতে সেক্ষেত্রে তিন লক্ষ বিয়ারের ক্যান নষ্ট হতো।

এমতাবস্থায় তারা এক অনন্য উপায় বের করে ফেলে। তারা রটনা করে দেয় যে কিছু বিয়ারের ক্যানে ইচ্ছাকৃতভাবে একটি বানান ভুল করা হয়েছে। যদি গ্রাহক সেই ভুল বানান ধরে দিতে পারেন তাহলে তাদের জন্য থাকবে পুরস্কার।

সেইমতো পয়লা এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত অফারের দিন নির্ধারণ করা হয়। সঙ্গে সঙ্গে ওই কোম্পানির বিয়ারের ক্যান দ্রুত বিক্রি শুরু হয়ে যায়। যার ফলে প্রচুর অর্থ উপার্জন করেছে এই সংস্থা।

অন্যদিকে লাকি ড্র বিক্রেতাদের মধ্যে যাদের নামের অক্ষর এস দিয়ে শুরু তাদের স্পিকার, স্মার্টওয়াচ, স্কুটার এবং 6 প্যাক বিয়ারের বোতল উপহার দেওয়া হয়েছে।