সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তৃতীয় রাউন্ড শে’ষ করতেই জ’য়ী দ্রৌপদী মুর্মু, দেশজুড়ে উৎসবে মা’ত’লো বিজেপি

তৃতীয় রাউন্ডের গণনা শেষ হতেই রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। এদিন তিনি জয়ের জন্য প্রয়োজনীয় ভোট পেয়ে যান। তৃতীয় রাউন্ডে ভোট ছিল মোট ১,৩৩৩টি। যার মূল্য ছিল ১,৬৫,৬৬৪। এর মধ্যে মুর্মু পেয়েছেন ৮১২টি ভোট।

এদিকে,যশবন্ত সিনহার ঝুলিতে গিয়েছে ৫২১ টি ভোট। তিন রাউন্ড মিলিয়ে মোট ভোট ছিল ৩,২১৯টি। যার মূল্য ৮,৩৮,৮৩৯। এর মধ্যে দ্রৌপদী মুর্মু পেয়েছেন ২,১৬১টি ভোট, যার মোট মূল্য ৫,৭৭,৭৭৭।

আর বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা পেয়েছেন ১,০৫৮টি ভোট, যার মোট মূল্য ২,৬১,০৬২।  যশবন্ত সিনহা দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন ।

আরো পড়ুন: শিশুকন্যাকে বাথটাবে বসিয়ে জলের কল খু’লে মোবাইলে ব্য’স্ত বাবা, ম’র্মা’ন্তি’ক মৃ’ত্যু

তিনি লেখেন, আমি দ্রৌপদী মুর্মুকে জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি। ভারত আশা করছে যে তিনি কোনওরকম ভয় বা পক্ষপাত ছাড়াই সংবিধানের রক্ষক হিসেবে কাজ করবেন।