সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিছুদিন পরেই মকর সংক্রান্তি, রাশি মে’নে এই জিনিসগুলো দা’ন করুন! বদলে যাবে ভা’গ্য

হিন্দু ধর্মের মানুষদের পূজো পার্বণ লেগেই থাকে। সেরকমই একটি উল্লেখযোগ্য পার্বণ হলো মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তি সকল বাঙালি খুব বড়ো করেই উজ্জাপণ করে। এদিন থেকে সূর্যের উত্তরায়ণ হয়। আবার এক মাসের খরমাস বা মলমাসের সমাপ্তি হয় মকর সংক্রান্তির দিনেই। প্রতি বছর ১৪ই জানুয়ারি পড়লেও এই বছর ১৫ ই জানুয়ারি পড়েছে। এই দিনে অনেকেই গঙ্গা স্নানে যান। এই তিথি তে দান করা অত্যন্ত মঙ্গলকর।

এই তিথিতে দান করলে পুণ্য হয়। এতে প্রতিটা রাশির জাতকের ওপর সূর্যের বিশেষ আশীর্বাদ থাকে। এদিন রাশি মেনে দান করা শুভ। তাই আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতকরা মকর সংক্রান্তির দিনে কী দান করবেন।

মেষ ও বৃশ্চিক রাশি :- এই রাশি গুলো অনুযায়ী এই দুই রাশিরই অধিপতি মঙ্গল। তাই এই রাশি গুলির জাতকরা মকর সংক্রান্তির দিনে স্নানের পর কোনো ব্যক্তিকে তিল, গুড়, খিচুড়ি, মিষ্টি, মুসুর ডাল, মিষ্টি ভাত, লাল বা গোলাপী রঙের গরম পোশাক ইত্যাদি দান করতে পারেন। এ ছাড়াও লাল চন্দন, বেদানা, লেবু ইত্যাদি মন্দিরে গিয়ে দান করে আসতে পারেন। এর ফলে সূর্য ও মঙ্গলের আশীর্বাদ পাওয়া যায়।

আরো খবর: পঁ’চা মাং’সে’র গন্ধ যুক্ত বি’রা’ট ফুল, বাঁ’চে মাত্র ৪৮ ঘন্টা! ১০ বছরে ফো’টে একবারই

বৃষ ও তুলা রাশি :- শাস্ত্র মতে শুক্র হলো বৃষ ও তুলা রাশির অধিপতি। কোষ্ঠীতে শুক্রকে মজবুত করতে নিজের রাশি মেনে মকর সংক্রান্তিতে দান করুন। এ দিন বৃষ ও তুলা রাশির জাতকরা চিনি, চাল, দুধ, দই, সাদা বা গোলাপী রঙের গরম পোশাক, খিচুড়ি, তিল, গুড় দান করতে পারেন। এর ফলে শুক্র মজবুত হবে, তার পাশাপাশি আপনাদের ওপর সূর্যের কৃপাদৃষ্টি বজায় থাকবে।

মিথুন রাশি :- জ্যোতিষ শাস্ত্রে বুধকে বুদ্ধি, ব্যবসা, বাণী, যোগাযোগের কারক গ্রহ মনে করা হয়। আর এই রাশির মধ্যে বুধ এর একটা আধিপত্য রয়েছে। মজবুত বুধ জাতককে তুখর বুদ্ধিমান ও ভালো ব্যবসায়ী করে তোলে। পাশাপাশি এঁরা ভালো বক্তা হন। তাই বুধকে মজবুত করতে মিথুন রাশির জাতকরা সংক্রান্তির দিনে সকালে স্নান করার পর দরিদ্রদের মধ্যে খোসা-সহ মুগডাল, খিচুড়ি, চিনাবাদাম, সবুজ পোশাক দান করুন।

কর্কট রাশি :- এই রাশির অধিপতি চন্দ্র। আর চাঁদকে গ্রহের রানি বলা হয়ে থাকে। তাই কর্কট রাশির জাতকরা সংবেদনশীল হন। আবার চাঁদের অশুভ প্রভাবের কারণে বিভিন্ন ক্ষেত্রে কর্কট জাতকদের মধ্যে মানসিক অসুখ দেখা যায়। তাই চন্দ্রের শুভ প্রভাবে বৃদ্ধি ও এই অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে মকর সংক্রান্তিতে পায়েস, সাদা তিল, তিলের লাড্ডু, খোয়া বা ছানার মিষ্টি, খিচুড়ি দান করুন।

সিংহ রাশি :- সিংহ রাশির অধিপতি হলো সূর্য। মকর সংক্রান্তির দিনে সূর্য রাশি পরিবর্তন করে। আবার চলতি বছর রবিবারই সংক্রান্তি পালিত হচ্ছে। শাস্ত্র মতে রবিবার দিনটি সূর্যকে সমর্পিত। অতএব এবারের মকর সংক্রান্তি সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত বিশেষ। এদিন রাশি মেনে দান করলে সূর্যের আশীর্বাদ পাবেন। তাই এই দিন মকর স্নানের পর খিচুড়ি, লাল পোশাক, রেওড়ি, গজা, গুড় ও মুসুর ডাল দান করুন।

আরো খবর: এখন কি হ’বে? ছবি দেখেই হয়তো বু’ঝ’তে পেরেছেন! ঘ’ট’না’য় হ’ত’বা’ক সোশ্যাল মিডিয়া

মকর ও কুম্ভ রাশি :- সূর্যপুত্র শনি এই রাশির অধিপতি। শনির রাশি মকরে সূর্য গোচর করবে। আবার চলতি বছর সংক্রান্তির দিনে মকর রাশিতে সূর্য ও শনির যুতি হবে। যার ফলে এই দুই রাশির জাতকরা বিশেষ ভাবে প্রভাবিত হবে। মকর সংক্রান্তির দিনে মকর ও কুম্ভ রাশির জাতকরা বিউলির ডালের খিচুড়ি, কালো ছাতা, তিল বা সর্ষের তেল, গরম পোশাক দান করতে পারেন দুঃস্থদের অনেক পূণ্য লাভ হবে এতে।

ধনু ও মীন রাশি :- জ্যোতিষ শাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি ধনু এবং মীন রাশির অধিপতি। অর্থ, শিক্ষা, গুরু, বিবাহের কারক গ্রহ বৃহস্পতি। অতএব বৃহস্পতির শুভ ফলাফলে বৃদ্ধির জন্য মকর সংক্রান্তির দিনে ধনু ও মীন রাশির জাতকরা পবিত্র স্নানের পর তিল, গুড়স চিনাবাদাম, পেঁপে, হলুদ চন্দন, হলুদ পোশাক দান করুন। এই উপায়ে দেবগুরুর আশীর্বাদ পেতে পারেন।