সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মালদা টা’উ’ন হ’লে প্লা’স্টি’ক ও থা’র্মো’ক’ল ব্যব’হার নি’ষি’দ্ধ’ক’র’ণ সংক্রা’ন্ত আ’লো’চ’না স’ভা

মালদা টাউন হলে প্লাস্টিক ও থার্মোকল ব্যবহার নিষিদ্ধকরণ সংক্রান্ত আলোচনা সভা

মালদা,২৮ জুলাই : ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে আসন্ন দুর্গাপূজায় প্লাস্টিক ও থার্মোকল ব্যবহার নিষিদ্ধকরণ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হল মালদা টাউন হলে। উপস্থিত ছিলেন, ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, শুভময় বসু, সন্ধ্যা দাস, গায়ত্রী ঘোষ, সুব্রত সরদার সহ অন্যান্য কাউন্সিলর, আধিকারিক ও বিভিন্ন ক্লাব কর্তারা।

আলোচনা সভায় বিভিন্ন ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনা করা হয়। ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, সরকারি নিয়ম অনুযায়ী ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে শহরে প্লাস্টিক ও থারমো কল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আসন্ন দূর্গাপূজায় প্লাস্টিক ও থার্মোকল ব্যবহার করা যাবে না। পূজা মন্ডপ বা মঞ্চেও ব্যবহার করা যাবে না থার্মোকল বা প্লাস্টিক।

শহর দূষণমুক্ত রাখার জন্য ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে প্লাস্টিক ও থার্মোকল বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন ১৬৫ টি দুর্গাপুজা অনুষ্ঠিত হয় মালদা শহরে। ক্লাব কর্তা এবং কাউন্সিলরদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। শহর দূষণমুক্ত রাখার লক্ষ্যে এ বছর দুর্গাপূজায় প্লাস্টিক ও থার্মোকল ব্যবহারে নিষিদ্ধকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর পাশাপাশি এর পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে দেওয়া দুটি রঙের বালতিতে কিভাবে পচনশীল এবং অপচনশীল আবর্জনা সাফাই কর্মীদের হাতে তুলে দিবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় এই আলোচনা সভায়।