সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টিকিট না কে’টে’ই উঠেছেন ট্রেনে? স্বাধীনতা দিবসের দি’নে’ই শিয়ালদহে চা’লু হ’লো চেতনা স্পে’শা’ল

চেতনা না বাড়ালে যে আমাদের অচেতন হয়ে যেতে হবে, তা ইতি মধ্যেই আমরা খুব ভালভাবেই বুঝে গেছি। তাই আমাদের আরো একবার চেতনা বাড়ানোর জন্য স্বাধীনতা দিবসের দিন শিয়ালদা ডিভিশন চালু করে দিল নতুন চেতনা রেল। স্পেশাল ট্রেন এবং ব্রেক রাউন্ড কার হিসেবে চলবে এই চেতনা স্পেশাল। প্রায় দেড় বছর ধরে যে লোকাল ট্রেন বন্ধ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে তা বলাই বাহুল্য। যে সমস্ত ট্রেন চলছে সেখানে সাধারণ মানুষের ওঠার কোন অনুমতি নেই। ট্রেনে উঠতে গেলে বিশেষ অনুমতি নিয়ে তবেই ট্রেনে উঠতে হচ্ছে।

তবে রেল কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী অনেকেই ট্রেনে টিকিট না কেটে উঠে পড়েছেন। আবার অনেকে অনুমতি ছাড়াই সাধারণ টিকিট কেটে ট্রেনে যাতায়াত করছেন। তাই এবার এই স্পেশাল চেতনা অভিযান শুরু করতে চলেছে শিয়ালদহ ডিভিশন। তবে শুধুমাত্র টিকিট ফাঁকি দিয়ে যারা যাতায়াত করছেন তাদের জন্য এই অভিযান শুরু হয়েছে তা কিন্তু নয়, কোথাও কোথাও ট্রেন অপারেশনে যদি সমস্যা থাকে সেখানে ব্রেকডাউন কার হিসেবে ছুটে যাবে এই চেতনা স্পেশাল।

চেতনা কামরাকে সাজানো হয়েছে একেবারে অনবদ্য রূপে। কামরার ভেতরে রয়েছে বিপ্লবী এবং মনীষীদের ছবি। তবে শুধুমাত্র টিকিট চেকিং এর জন্য নয়, ট্রেনের সঙ্গে থাকছে ব্রেকডাউন কার। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, এটি শিয়ালদা ডিভিশনের একটি অভিনব ভাবনা। এখনো পর্যন্ত দেশের আর কোথাও এই ব্যবস্থা চালু হয়নি। টিকিট চেকিং ছাড়াও কোথাও ব্রেক ডাউন হলে সব কিছু সামলানোর ব্যবস্থা রয়েছে এই ট্রেনে। ইলেকট্রিক এবং ব্যাটারি দুই ভাবেই চলবে এই ট্রেন।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপাতত ট্রেন চালু করার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। করোনা সংক্রমণ একেবারে নির্মূল করে তবে ট্রেন চালানো হবে। এরই মধ্যে যারা সরকারের চোখে ধুলো দিয়ে ট্রেনে যাতায়াত করছে নিত্যদিন তাদেরকে ধরার জন্য এই উদ্যোগ নিয়েছেন শিয়ালদহ ডিভিশন।