সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পা না থাকলেও দৌড়ে বিশ্ব রে’ক’র্ড করলেন এই যুবক, রইলো তাক লা’গা’নো প্র’তি’ভা’র ঝ’ল’ক

ভয় না করে যে কোন প্রতিবন্ধকতা যে জয় করা যায় তার প্রমাণ করেছেন বহু মানুষ। তেমনই দুই পা না থাকা সত্ত্বেও দৌড়ে বিশ্ব রেকর্ড করলেন একজন যুবক। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্টসে তিনি তার নাম তুলেছেন আর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

শুধুমাত্র নিজের হাতের উপর ভর করে কুড়ি মিটার দৌড়েই বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। কৃত্রিম পা নয় বরং হাতের উপর ভর করে দৌড়ে বেরিয়েছেন ওই যুবক। বর্তমানে সেই ব্যক্তিকে জায়ন ক্লার্ক নামে আখ্যায়িত করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি ইনস্টাগ্রাম এ প্রকাশ করা হয়েছে।

সেখানে দেখা গিয়েছে ওই ব্যক্তি ছেলেবেলা থেকেই শরীরের নিন্মাঙ্গশ হীন। তার নেই দুই পা এমনকি কোমর নেই। কিন্তু ছোটবেলা থেকেই সেই রেসিং ট্রাকে দৌড়ায়। দুই হাতের উপর ভর দিয়ে কুড়ি মিটার রেসে অংশ নিয়েছিলেন তিনি আর সেখানেই সে প্রথম স্থান অধিকার করে।

আরো খবর: এই ধরণের মেয়েদের দেখলেই ছেলেদের ম’নে ভালোবাসা উথলে ওঠে! অনেকেই বি’য়ে’র স্বপ্ন দে’খে!

যায়ন আমেরিকার বাসিন্দা তার দুই পা এবং শরীরের নিচের অংশ না থাকার পরেও সে কেবলমাত্র বুদ্ধি আর চেষ্টার জোরে আজ গোটা পৃথিবীতে তার নাম লিখেছেন।

আর তার এই ভিডিও ছড়িয়ে পড়েছে instagram থেকে ফেসবুক এবং টুইটারে ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন। কিভাবে অবলীলায় এই মানুষটি অসাধ্য সাধন করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সকলেই