সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

না’রী সু’র’ক্ষা এবং দু’র্নী’তি’মু’ক্ত শিক্ষা’র দাবি’তে বি’ক্ষো’ভ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে’র

নারী সুরক্ষা এবং দুর্নীতিমুক্ত শিক্ষার দাবিতে বিক্ষোভ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের

মালদা,১৭ মে : পশ্চিমবঙ্গে দুর্নী’তি’মুক্ত শিক্ষা ও নারী সুর’ক্ষা’র দাবিতে মালদা শহরে বি’ক্ষো’ভ মিছিলের আয়োজন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।

মঙ্গলবার বেলা তিনটে নাগাদ পুরাটুলি এলাকা থেকে মিছিল শুরু হয়। ব্যানার পোস্টার এবং দলীয় ঝান্ডা নিয়ে সংগঠনের সদস্যরা অংশ নেন মিছিলে। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে।
সেখানে কিছুক্ষণ তারা পথসভার আয়োজন করে।

পরিস্থিতি সামাল দিতে শহরজুড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।

ছাত্র নেতা সুভাষ দত্ত বলেন, বিভিন্ন কলেজে দু’র্নী’তি চলছে। কলেজ প্রাঙ্গণে সভাপতিত্ব যুবরাজের ছবি ভরে গিয়েছে। মনীষীদের মূর্তি ভেঙ্গে পড়ে না। বাংলায় নারীদের সু’র’ক্ষা নেই। দুর্নীতিমুক্ত শিক্ষা এবং নারীদের সু’র’ক্ষার দাবি তুলে জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন দিতে শহরে মিছিলের আয়োজন করা।