সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়ি নতুন ক’রে সাজাচ্ছেন? এই ভুল গু’লো যেন দ্বিতীয়বার না করেন!

বাড়ির কাজ, বাড়ি মেরামত খুবই কষ্টসাধ্য ব্যাপার। অর্থ, সময়, পরিশ্রম সবকিছুর সমান অনুপাত দরকার এই বাড়ি মেরামতের কাজে। মনে মনে পরিকল্পনা করা এবং সেই কল্পনাকে বাস্তবে রুপ দেওয়া অনেকটাই পার্থক্যের ব্যাপার। সামান্য একটা ভুল পদক্ষেপ এই কাজকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে, তাই ভেবে চিন্তে পরিকল্পনা করাটাই শ্রেয়। বাড়ি মেরামতের কাজ কি একদিনের এক সপ্তাহের কাজ? মাসের পর মাস চলে পরিকল্পনা, অর্থের যোগান সবকিছু মিলিয়ে বাড়ি মেরামতের কাজ করতে লেগে যায় বছরেরও বেশি। মেরামতের কাজে কোন ধরনের ভুল সবকিছু ভেস্তে দিতে পারে, তাই আগের থেকেই বিভিন্ন ডিজাইন ও পরিকল্পনা করা হয়ে থাকে।

সব সময় মাথায় রাখতে হবে সব ধরনের ডিজাইন কিন্তু সব বাড়িতে মানানসই নয়। এমন হয় নতুন ফ্ল্যাটের চাবি হাতে পাওয়ার পরেই ভেতরে ঢুকে দেখা যায় অপছন্দসই জিনিস। এরপরে ডাক পড়ে আর্কিটেকচারের, বেশিরভাগ বাড়িতে দেখা যায় হাফ স্লাইডিং উইনডো, কিন্তু সেটাকে পরিবর্তন করে ফ্রেঞ্চ জানালা করার পরিকল্পনা করা হয়। তবে সেটা যে সব জায়গাতেই ভালো লাগবে সেটা কিন্তু নয়।

এখন সময়ের সাথে সাথে ট্রেন্ডের বদল ঘটছে,আর সেই কথা মাথায় রেখেই বাড়ির মেরামত করা উচিত। কারণ সব সময় বাড়ির অন্দরমহলের কাজকর্ম করা সম্ভব হয় না। তাই এমন কিছু বেছে নিতে হবে যাতে সময়ের সাথে পরবর্তীতেও দারুণভাবে খাপ খায়। ঘরের ইন্টেরিয়র ডিজাইনিং যেটা সবথেকে মাপজোকের কাজ। কারণ ঘরের দেওয়ালের সাথে আসবাবপত্রের সামঞ্জস্য ও তার সাথে তাদের বিভিন্ন রং সবকিছুই ম্যাচ হওয়াটা জরুরী। সমস্যা এখানেই দূর হচ্ছে না, বাড়ি মেরামত করতে গিয়ে অমিল ঘটে মতামতের। তাই নতুন কোন ডিজাইন বেছে নেওয়ার আগে বাড়ির লোকের সিদ্ধান্তটাও জরুরি। কারণ সব সময় বাড়ি মেরামতের কাজ করা সম্ভব নয় তাই এক বারেই যাতে সবার মনঃপুত হয়, সেই কথা মাথায় রাখাটা জরুরি।