সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পার্থর বাগানবাড়িতে দু’ষ্কৃ’তী হা’ম’লা, তবে কি প্রমাণ লো’পা’টে’র চে’ষ্টা?

মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাগান বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে খবর, বারুইপুরে পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাত ১টা নাগাদ চারজনের দুষ্কৃতী দল বাড়িতে ঢোকে। তারপর তালা ভেঙে জিনিসপত্র বের করে একটি চার চাকা গাড়িতে করে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেরিয়ে এলে তাদেরকে বাড়ি চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়। তারা কি নিয়ে যাওয়ার জন্য এসেছিল? তবে কি এই বাগানবাড়িতে প্রচুর নথিপত্র লুকানো ছিল?‌ উঠছে প্রশ্ন।

তবে, এদিন পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে পরের পর টাকা, গয়না, জমির নথি উদ্ধার হওয়ায় উদ্বেগ প্রকাশ করে পার্থকে তাঁর মন্ত্রিত্ব এবং সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার জোরালো দাবি তুলেছিলেন কুণাল। এ বিষয়ে বৃহস্পতিবার সকালেই একটি টুইট করেন তিনি।

আরো পড়ুন: পা’ত’লা জামদানিতে ঊষশি, একবার দে’খ’লে বারবার দেখবেন অভিনেত্রীকে, রইলো ছ’বি

সেই টুইটে তিনি লেখেন, ‘পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর মন্ত্রিত্ব থেকে দ্রুত সরিয়ে দেওয়া উচিত। তাঁকে বহিষ্কার করা উচিত। যদি আমার এই বিবৃতি দলের ভুল মনে হয়, তা হলে আমাকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া সব অধিকার রয়েছে দলের।