সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জমি বি’ত’র্কে’র মাঝেই অমর্ত্য সেনকে “জেড প্লাস” নিরাপত্তার ঘো’ষ’ণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরে গিয়ে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি পৌঁছে যান। বেশ কিছুদিন ধরেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে জমি নিয়ে নোবেল জয়ী অর্থনীতিবিদদের নানান রকম ঝামেলা চলছে। অমর্ত্য সেনের বাড়ি গিয়ে এই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে, বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কড়া বার্তা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান যে প্রতিনিয়তই অমর্ত্য সেনকে নানানভাবে অপমান করছে বিশ্বভারতী ও কর্তৃপক্ষ। আদেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তার পদে থাকার মতো যোগ্যতা অর্জন করেছেন কিনা সে বিষয়ে যথেষ্ট দ্বিধা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অমর্ত্য সেনের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং তার স্বাস্থ্যের ও খোঁজখবর নেন। বিভিন্ন নথিপত্র নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান অমর্ত্য সেনের বাড়িতে এবং সেই সমস্ত কাগজ দেখিয়ে তিনি দাবি করেন যে সরকারি কাগজে এই জমি একমাত্র অমর্ত্য সেনের নামেই রয়েছে।

আরো খবর: সাধের বাড়ি হুড়মুড়িয়ে ভে’ঙে পড়লো, পরিবারের ৫ জনকে বাঁ’চি’য়ে দিল সামান্য একটি ইঁদুর!

অন্য দিক দিয়ে অর্থনীতিবিদদের সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী যেখানে বিশ্বভারতীয় কর্তৃপক্ষকে তিনি নানান ভাবে কটাক্ষ করেন। তিনি বলেন যে, সরকারি নথিপত্রে যে জমি অর্থনীতিবিদের নামে রয়েছে। কিন্তু এই নথিপত্র নিয়ে যথেষ্ট অপমান করা হচ্ছে অমর্ত্য সেনকে।

বিশ্বের দরবারে বাংলার মুখ উজ্জ্বল করেছে অমর্ত্য সেন, কিন্তু তাকে নানান ভাবে অপমান করা হচ্ছে। এই অপমান মুখ্যমন্ত্রী কখনোই মেনে নেবেন না বলেই জানিয়েছেন। তিনি জানান যে, আদালতে গিয়েও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু করতে পারবে না কারণ মাথায় রাখতে হবে যে জনতার একটা আলাদা আদালত রয়েছে।

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নোবেল জয়ী অর্থনীতিবিদকে সর্বোচ্চ জেড প্লাস নিরাপত্তা দেয়ার কথাও জানিয়েছেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিরাপত্তা দেওয়ার জন্য রাজ্যের ডিজি মনোজ মালব্যকে ফোন করেছেন। অন্যদিকে বাড়ির সামনে যাতে পুলিশ ক্যাম্প তৈরি করা হয় সেই নির্দিষ্ট দিয়েছেন।