সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্নান করার সময় এই ম’ন্ত্র উচ্চারণ করুন ৫ বার, ভা’লো হবে আ’র্থি’ক পরিস্থিতি

সব মানুষই চায় আর্থিক দিক থেকে সমৃদ্ধ হতে। কিন্তু বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। করোনা অতিমারির আবহে বেকারত্ব বেড়েছে অনেকটাই। সারাদিন পরিশ্রম করেও অর্থের মুখ দেখতে পাচ্ছেন না মধ্যবিত্ত মানুষ। তাই ক্রমশ পাল্লা দিয়ে বাড়ছে অর্থের চাহিদা। তাই এহেন পরিস্থিততে অর্থলাভ করতে কিছু নিয়ম মেনে চলাই শ্রেয়।

প্রতিদিনের জীবনে স্নান অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন বিশুদ্ধ জলে স্নান করে আমরা আমাদের শরীর সুস্থ ও সতেজ রাখি। আর এই স্নানের সময় যদি একটি মন্ত্র উচ্চারণ করা যায় তাহলেই হতে পারে অর্থলাভ, অর্থাৎ অন্ধকার জীবনে সামান্য আলোর দিশা আপনিও দেখতে পাবেন।

আমাদের মানবদেহের শরীরের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান হল – জল, বায়ু, মাটি, আকাশ, আগুন। প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান সময়ের অনেকেই গঙ্গা স্নান করেন যদিও বর্তমানে এই স্নান অনেকটা কমে গেছে ব্যস্ততার জেরেই বলুন কিংবা গঙ্গা দূষণের কারণে। তবে আমাদের মানব জীবনে জলের গুরুত্ব অনস্বীকার্য।

বাড়িতে স্নানের সময় এই মন্ত্রটি উচ্চারণ করলে সপ্তনদী অর্থাৎ গঙ্গা,যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী নদীর পবিত্রতা আপনার জীবনে সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারে। স্নানের আগেই পাঁচ বার এই মন্ত্র পাঠ করুন।

মন্ত্র : ওঁ গঙ্গে চ যমুনে চইব সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধিং কুরু

পরে কৃতাঞ্জলি হয়ে ওঁ কুরুক্ষেত্র গয় গঙ্গা প্রভাস পুষ্করিণী চ তীর্থান্যেতানি পুণ্যানি স্নানকালে ভবন্ত্বিহ।