সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২৪-এ বি’রো’ধী শিবির কি এক হতে পারবে? অভিষেক-রাহুলের লড়াই কি বা’র্তা দি’চ্ছে?

‘হাজারটা মোদি-শাহ একসাথে এলেও এবার আটকাতে পারবেনা কংগ্রেসকে,২০২৪- এ কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার হবে।’somproti নাগাল্যান্ডের কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গের এমনটাই জানিয়েছেন এক সভায়।কংগ্রেস সভাপতি আরও জানিয়েছেন,’ গণতন্ত্রের স্বার্থে দেশের সব বিরোধী দলগুলিকে একত্রিত হতে হবে’।

২০২৪-এ কেন্দ্রে যে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারই গঠিত হবে, এ নিয়ে আশাবাদী তিনি। সূত্রে খবর কংগ্রেসের অন্য প্রাদেশিক দলগুলির সঙ্গে যোগাযোগ করছে। বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে নিয়মিত কথাবার্তা চালাচ্ছে তাঁরা।অনেকের মতে কংগ্রেসের পক্ষে একক ভাবে সংখ্যা গরিষ্ঠতা পাওয়া অসম্ভব,তাই তাঁরা জোটের পক্ষেই হাঁটছে।

আঞ্চলিক দল গুলির মধ্যে তৃণমূল অন্যতম। তৃণমূলের সাহায্য ছাড়া কেন্দ্রের ক্ষমতা দখল অনেকটাই কঠিন হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।অন্যদিকে মেঘালয়ের নির্বাচন আসন্ন।

আরো খবর: আ’র্থি’ক লাভবান হওয়ার সম্ভাবনা এই কয়েকটি রাশির, জেনে নিন কি বলছে আজকের রাশিফল (24.02.2023)

সেখানে বিজেপি,কংগ্রেস সহ লড়াই করছে ঘাসফুল ও।সম্প্রতি মেঘালয়ের এক সভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী তৃণমূলের নেতা অভিষেক ব্যানার্জী কে কটাক্ষ করে জানিয়েছেন মেঘালয়ে নাকি বিজেপি কে জেতানোর জন্যই সর্বতো ভাবে সাহায্য করছে তৃণমূল।

কংগ্রেস ও তৃণমূল – এই দুই দলের নেতাদের অভ্যন্তরীণ সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠছে।অন্যদিকে সম্প্রতি কোনো মঞ্চেই দুই দলের নেতাদের একসাথে দেখা যায়নি। অদৌ কি বিরোধী জোট সম্ভব? – এই নিয়ে এখন জল্পনা তুঙ্গে।