সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তবে কি ব’ন্ধ হতে চলেছে খড়কুটো? মু’খ খু’ল’তে না’রা’জ চ্যানেল কর্তৃপক্ষ

অতি সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘আলতা ফড়িং’। এই নতুন ধারাবাহিকটি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় সম্প্রচার হচ্ছে। তাই এর আগে এই সময়ে যে ধারাবাহিকটি হত সেই জনপ্রিয় ধারাবাহিক খড়কুটোর স্লট বদলেছে। আর সেই কারণেই খড়কুটো ভক্তদের বেজায় মন খারাপ। এখন প্রতিদিন দুপুর আড়াইটে নাগাদ খড়কুটো ধারাবাহিকটি সম্প্রচার হচ্ছে। আবার এদিকে শোনা যাচ্ছে নাকি কিছুদিনের মধ্যেই ধারাবাহিকটি বন্ধ হয়েও যেতে পারে। তাই দর্শকদের মনে আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে।

ধারাবাহিকে কিছুদিন আগেই দেখানো হয়েছিল যে পটকার শরীর খুব অসুস্থ। কিন্তু এবার পটকা সুস্থ হয়ে বাড়ি ফিরতে না ফিরতেই অসুস্থ হয়ে পড়েছে গুনগুন। তা নিয়ে অবশ্য সৌজন্য এবং গুনগুন দুশ্চিন্তা করলেও মুখোপাধ্যায় পরিবারের অন্যান্য সদস্যদের বেশ আনন্দে থাকতে দেখা যাচ্ছে। তাহলে কি সত্যিই কোনো দুঃসংবাদ আসতে চলেছে? নাকি জীবনের অন্যতম সুসংবাদকে দুঃসংবাদ বলে ভাবছে সৌগুন! সৌজন্য ভাবছে গুনগুনের জন্ডিস হয়েছে, আবার গুনগুন ভাবছে সে হয়তো আর বাঁচবেই না।

বড়দিনে গুনগুনের কাছে সৌজন্যের লিটল গুনগুনের আবদারটা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি! যদিও গুনগুন প্রথমে তা বুঝতে পারেনি। এবার কি তাহলে সৌজন্যের সেই আশাই পূরণ হতে চলেছে? কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় রটেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খড়কুটোয় গুনগুন নাকি সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাবে এবং তারপরেই ধারাবাহিকও শেষ হবে। তবে এমন জল্পনাকে ভুয়ো বলেই উড়িয়ে দিয়েছেন পটকা ওরফে অম্বরীশ ভট্টাচার্য‌।

এই ধারাবাহিক শুরুর দিকে টিআরপি তালিকায় খুব ভালো রেজাল্ট করেছিল। প্রথম দিকে সৌগুনের কেমিস্ট্রি আর মুখার্জি পরিবারের খুনসুটি দর্শকদের বেশ পছন্দ হলেও মাঝ পথে ধারাবাহিকের গল্প দিশেহারা হয়ে গিয়েছিল। তখন বারবার ধারাবাহিক বন্ধের দাবিও তুলেছিলেন দর্শকরা। গুনগুনের অত্যধিক ‘ন্যাকামি’তেও বেশ বিরক্ত বোধ করেছিলেন দর্শকদের একাংশ। তবে মাঝে মাঝে গুনগুনের পাগলামি দর্শকদের আনন্দও দিয়েছে।