সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন্দ্রের সি’দ্ধা’ন্তে ভ’য়ে থাকবেন আমলারা, মোদিকে ফে’র চি’ঠি মমতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় IAS ক্যাডার রুলস সংশোধনের প্রতিবাদ জানিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন। চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানালেন, ‘এই আইন সংশোধন হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত পড়বে। এমন সিদ্ধান্ত নেবেন না’। আমলাদের কোথায় পোস্টিং হবে সে বিষয়ে এতদিন কেন্দ্র ও রাজ্যের পারস্পরিক মত আদানপ্রদানের মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হত। এবার সেই ক্ষমতা কার্যত একতরফাভাবে চলে যাবে কেন্দ্রের হাতে।

মোদী সরকার ১৯৫৪ সালের আইএএস (ক্যাডার) রুলসের সংশোধনের প্রস্তাব এনেছে। এই সংশোধনী প্রস্তাব বাতিল দাবিতে ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, IAS ক্যাডার রুল সংশোধন এই উদ্যোগ সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। কিন্তু এখনও পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় কেন্দ্র। এদিকে এই সংশোধনী প্রস্তাবে আবার কিছুটা বদলে ফেলেছে কেন্দ্র। সেই বিষয়টি উল্লেখ এবার প্রধানমন্ত্রীকে আরও কড়া চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী।

চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘নয়া IAS ক্যাডাল রুল সংশোধনী প্রস্তাব আগের থেকে আরও বেশি দমনমূলক এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী’। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এই সংশোধনীর ফলে যেকোনও সময়ে যেকোনও অফিসারকে তাঁর ব্যক্তিগত মতামত ছাড়া বদলে করে দিতে পারবে কেন্দ্র। এমনকী, যে রাজ্যে কর্মরত রয়েছেন, সেই রাজ্যেরও মতামতের প্রয়োজন হবে না। ফলে চরম পরিস্থিতি তৈরি হবে। অফিসারদের মধ্যে ভীতি তৈরি হবে। প্রভাব পড়বে তাঁদের দক্ষতা ও কর্মক্ষমতার উপরেও।