সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সামনেই বুদ্ধপূর্ণিমা, জানুন নির্ঘন্ট

হিন্দু শাস্ত্র মতে হিন্দুদের কাছে এই বুদ্ধ পূর্ণিমার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে অনেকেই যে যার বাড়িতে নারায়ণ পূজো করে থাকেন। বিশেষ করে হিন্দু শাস্ত্র মতে সমস্ত পূর্ণিমার দিন গুলোকে শুভ বলে মনে করা হয়, কিন্তু এই পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমাটি বিশেষ গুরুত্ব পায়।

এই শুভ দিনটি তিনটি স্মৃতির সঙ্গে জড়িত। বাংলা বছরের প্রথম মাসে বুদ্ধ পূর্ণিমার নির্ঘণ্ট হয়। এই দিনটিতে বিষ্ণুদেবের নবম অবতার ভগবান বুদ্ধদেব, রানী মায়াদেবী এবং রাজা শুদ্ধোধন এর সন্তান রুপে জন্মগ্রহণ করেন পৃথিবীর বুকে এবং এই দিনেই ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণ এবং সিদ্ধিলাভ করেন।

এই দিনটি গোটা হিন্দু ধর্মাবিলম্বী এবং বৌদ্ধ ধর্মাবিলম্বীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন। এবার আসুন জেনে নি পঞ্জিকা মতে এই শুভ দিনটির সময় সূচি।

আরো পড়ুন: কবে ঢু’ক’বে বর্ষা? কবে থেকে শুরু হ’বে ভা’রী বৃষ্টিপাত? উত্তর দি’লো IMD

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বুদ্ধ পূর্ণিমার এই শুভ দিনটি আগামী ১৫ ই মে অর্থাৎ রবিবার। শুভ দিনটি শুরু হবে ৩১শে বৈশাখ রবিবার এবং ইংরেজির ১৫ ই মে।

রবিবার এই তিথি শুরু হওয়ার সময় দুপুর ১২ টা ৪৭ মিনিট এবং শেষ হওয়ার সময় হল ১লা জ্যৈষ্ঠ, ইংরেজির ১৬ ই মে সোমবার, সকাল ৯টা ৪৪ মিনিটে।

এই শুভ দিনটি গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী হতে চলেছে বাংলা মাসের বৈশাখের ৩১ তারিখ রবিবার এবং ইংরেজির ১৫ই মে রবিবার।

এই তিথি শুরু হওয়ার শুভ সময় ১১টা ৫১ মিনিট ৩১সেকেন্ড এবং এই তিথি শেষ হওয়ার দিন এবং সময় হল, বাংলার ১লা জ্যৈষ্ঠ, ইংরেজির ১৬ই মে সোমবার, সকাল ৯টা ৫৮ মিনিট ৩৫ সেকেন্ড।